বিতর্কিত নির্বাচন করে সমালোচিত হতে চাই না : ইসি আহসান হাবিব
‘আমরা কোনো বিতর্কিত নির্বাচন করে সমালোচিত হতে চাই না’ বলে অভিমত ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান। আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মত বিনিময় সভা উপস্থিত ছিলেন ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলার রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, নির্বাচন কর্মকর্তা, ইউএনও, থানার ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তারা।
নির্বাচনি আইন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়েই মূলত এই মতবিনিময় সভায় আলোচনা হয়েছে বলে জানা গেছে।
ইসি আহসান হাবিব খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘আমরা সবাইকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করেছি। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছে । আর যারা দেয়নি তাদের আমরা আনুষ্ঠানিকতা বাদে অনানুষ্ঠানিকভাবেও আলোচনার আহ্বান জানিয়েছি। আমরা বারবার বলেছি, আসুন কথা বলি। কিন্তু কাজ হয়নি।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আহসান হাবিব খান বলেন, ‘প্রার্থীর দায়িত্ব ভোটার উপস্থিতি করানো, আমাদের খুশি-অখুশির বিষয় না। অল্প ভোটেও লিগ্যাল একজন সংসসদ সদস্য নির্বাচিত হতে পারেন। তবে পারসেপশনে গ্রহণ যোগ্য নাও হতে পারে, আইনগত ক্ষেত্রে কোনো বাধা নেই।’
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘মতবিনিময় সভায় নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের আরপিও অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের গাফিলতি হলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, বিশৃঙ্খলা হলেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে।’