কুমিল্লায় ১১ সংসদীয় আসনে নতুন দুই মুখ
কুমিল্লায় ১১টি সংসদীয় আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুটি আসনে এসেছে নতুন মুখ। নাম ঘোষণার পর উল্লাসে ফেটে পড়েন দেলর কর্মী-সমর্থকরা। আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
নতুন দুই প্রার্থী হলেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। এ আসনে সাবেক সংসদ সদস্য ছিলেন মেজর জেনালেন (অব.) সুবিদ আলী ভুইয়া। এ ছাড়া কুমিল্লা ৮ (বরুড়া) আসনে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ জেড এম শফিউদ্দিন শামীমকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে এই আসনে সংসদ সদস্য ছিলেন নাছিমুল চৌধুরী নজরুল। বাকিরা রয়েছেন আগের মতোই।
কুমিল্লা কুমিল্লা-২ ( হোমনা-মেঘনা) সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা-৩ (মুরাদনগর) ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার ) রাজী মো. ফখরুল, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) অ্যাডভোকেট আবুল হাশেম খান, কুমিল্লা-৬ (আদর্শ সদর উপজেলা, সিটি করপোরেশন ও সেনানিবাস) বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, কুমিল্লা ১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) মুজিবুল হক মুজিব।