বাগেরহাটের চারটি আসনে আ.লীগ মনোনীত প্রার্থী যারা
বাগেরহাটের চারটি সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের চারটি আসনসহ দেশের ২৯৮টি আসনে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
পুরোনোদের মধ্যে দলীয় মনোনয়ন পাননি বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের বর্তমান সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। এ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
দলীয় মনোনয়ন ঘোষনার পর পরই শরণখোলা ও মোরেলগঞ্জে সোহাগের কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে। দুই উপজেলাতেই সোহাগ সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা।
গত জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন। তিনি মারা গেলে উপনির্বাচনে প্রথমবার আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।
এই আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন ১৩ জন।
নৌকার মনোনয়ন পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘আমাকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি চির কৃতজ্ঞ। আমরা সবাই নৌকার কর্মী। সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানাই। আমি নৌকা পাওয়ায় অতিউৎসাহী হয়ে আমার কোনো নেতাকর্মী এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এ ছাড়া বাগেরহাট- ১ (মোল্লাহাট-ফকিরহাট ও চিতলমারী) আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট- ২ (সদর- কচুয়া) আসনে বর্তমান সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে হাবিবুন নাহার তালুকদার।