নারায়ণগঞ্জ-৫ আসনে নেই আ.লীগ প্রার্থী, জাপায় মনোনীত সেলিম ওসমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুটি আসন বাদ রেখে ২৯৮ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে। গতকাল রোববার (২৬ নভেম্বর) প্রার্থী ঘোষণা না করা আসনের একটি নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর)। সেই আসনে আজ সোমবার জাতীয় পার্টি তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। গতবার আওয়ামী লীগের সঙ্গে জোট করে নির্বাচন করা দলটি এই আসনে সেলিম ওসমানকে মনোনীত করেছে।
নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য হিসেবে আছেন সেলিম ওসমান। যদিও এই আসনে তাঁদের পরিবারের সদস্যরাই বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন। তাঁর আরেক ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য।
এই আসনে এর আগে সেলিম ওসমানের আরেক ভাই নাসিম ওসমান চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ সালে নাসিম ওসমান আওয়ামী লীগের হয়ে প্রথম বার সংসদ সদস্য নির্বাচিত হন। পরের নির্বাচনে অবশ্য তিনি লড়েন জাতীয় পার্টির হয়ে। ১৯৮৮ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ফের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন নাসিম ওসমান। পরের বার দশম জাতীয় সংসদেও একই দলের হয়ে বিজয়ী হন তিনি। ২০১৪ সালের ৩০ এপ্রিল নাসিম ওসমান ৬৫ বছর বয়সে ইন্তেকাল করলে একই বছরে অনুষ্ঠিত হয় উপনির্বাচন। ওই উপনির্বাচনে জাতীয় পার্টির হয়ে সেলিম ওসমান প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের একাদশ সংসদ সদস্য নির্বাচনে তিনি আবারও নির্বাচিত হয়ে বর্তমানে সেখানে সংসদ সদস্য হিসেবে দায়িত্বপালন করছেন।
আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। সেখানে সেলিম ওসমানের নাম দেখা যায়।
নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। প্রথমে মনোনয়নপত্র বিক্রির শেষে সময় ২৪ নভেম্বর বলা হলেও পরে ফের সময় বাড়িয়ে মনোনয়নপত্র বিক্রি করে তারা। এরপর বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জানা গেছে, জাতীয় পার্টি মোট এক হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন।