রওশন এরশাদের আসনসহ ১৩টিতে প্রার্থী নেই জাপার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৮৭ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। যদিও সংবাদ সম্মেলনে বলা হয়েছে ২৮৯টির কথা। তবে, দলীয় সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া মনোনীতদের তালিকায় রওশন এরশাদের আসনসহ ১৩ আসনে কারও নাম মেলেনি।
আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৬টার দিক দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে মহাসচিব মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে সংবাদ বিজ্ঞপ্তি সরবরাহ করে দলটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা তালিকায় রওশন এরশাদের ময়মনসিংহ-৪ আসনটি দিয়ে ফাঁকা রাখা হয়েছে। রওশন ছাড়াও তাঁর ছেলে রাহগির আলমাহি এরশাদ অর্থাৎ সাদ এরশাকেও মনোনয়ন দেয়নি জাপা।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, রওশন এরশাদ মনোনয়ন ফরম কেনেননি, তারপরও তাঁর আসন খালি রাখা হয়েছে। যদি নির্বাচন করতে চান তাকে মনোনয়ন দেওয়া হবে।
তালিকায় ২৮৭ আসন প্রসঙ্গে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি এনটিভি অনলাইনকে বলেন, ‘সংবাদ সম্মেলনে ২৮৯টির কথা বলা হয়েছে। তবে, লিখিত তালিকায় দেখা যায় ২৮৭টি। এসব আসনগুলো হলো—গোপালগঞ্জ-৩, ময়মনসিংহ-৪, শেরপুর-২, ফরিদপুর-২, ফরিদপুর-৪, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-২, লক্ষীপুর-৪, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১১।’
নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। প্রথমে মনোনয়নপত্র বিক্রির শেষে সময় ২৪ নভেম্বর বলা হলেও পরে ফের সময় বাড়িয়ে মনোনয়নপত্র বিক্রি করে তারা। এরপর বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জানা গেছে, জাতীয় পার্টি মোট এক হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন।