নওগাঁর ছয় আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন যারা
নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের জাতীয় পার্টির মনোনয়ন ঘোষণা করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন জেলা জাতীয় পার্টির সভাপতিসহ পাঁচ নেতা।
আজ সোমবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জেলায় মনোনয়নপ্রাপ্ত ছয়জনের নাম ঘোষণা করেন।
মনোনয়নপ্রাপ্তরা হলেন নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে মো. আকবর আলী কালু, নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে মো. মাসুদ রানা, নওগাঁ-৪ (মান্দা) আসনে মো. আলতাফ হোসেন মণ্ডল, নওগাঁ-৫ (সদর) আসনে ইফতারুল ইসলাম বকুল এবং নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে অ্যাডভোকেট আবু বেলাল হোসেন জুয়েল।