মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন তিনি।
নিজের মনোনয়নপত্র জমা দিয়ে গণমাধ্যমকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘অবরোধ-হরতাল মানুষ পছন্দ করে না। জ্বালাও-পোড়াও করে মানুষের ভোট ও আস্থা অর্জন সম্ভব নয়। তাই সহিংসতার পথ পরিহার করে বিএনপির নির্বাচনে আসাই মঙ্গল।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, হরতাল-অবরোধে সবার ক্ষতি হয়। কৃষি, শিক্ষা ও চিকিৎসার ক্ষতি হয়। মানুষ এই ক্ষতি মেনে নিতে রাজি নয়।
নিজ দলের বিদ্রোহী প্রার্থীর বিষয়ে মন্ত্রী বলেন, ‘যেখানে অন্য দলের কোনো প্রার্থী নেই সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে বিদ্রোহী থাকতে পারে। কিন্তু অন্যদলের প্রার্থী থাকার পরও নিজেদের মধ্যে ভোট যদি ভাগাভাগি হয়। তাহলে দলের ক্ষতি হতে পারে।’
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রেহেনা আক্তারের কাছে মনোনয়নপত্র দাখিলের সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।