সাকিবকে মাগুরাবাসীর গণসংবর্ধনা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবার রাজনীতিতে নাম লেখালেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন তিনি। গত ২৬ নভেম্বর বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য সচিব ওবায়দুল কাদের তার নাম ঘোষণা করেন। এর পর থেকেই মাগুরাতে ভক্ত-সমর্থকের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়।
সেটি যেন আরেকটু বাড়ল আজ বুধবার (২৯ নভেম্বর)। মাগুরা-১ আসনের নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব এখন মাগুরায়। আজ দুপুরে ঢাকা থেকে মাগুরা কামারখালী ব্রিজ এলাকায় পৌঁছান তিনি। সে সময় মাগুরার পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, সাকিবের বাবা খন্দকার মাশরুর রেজাসহ সকল কাউন্সিলররা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
এ সময় হাজার হাজার ভক্ত, সমর্থক ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকার শোভাযাত্রা করে মাগুরা শহরে প্রবেশ করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
পরবর্তীতে কামারখালী ব্রিজ থেকে মাগুরা জেলা আওয়ামী লীগের শহরের জামরুল তলার অফিসে যান সাকিব। মানুষের ভিড় ঠেলে ১৩ কিলোমিটার পথ আসতে সময় লাগে প্রায় সোয়া দুই ঘণ্টা। রাস্তার দুই পাশে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, সাধারণ মানুষ ফুল দিয়ে ও হাত নেড়ে শুভেচ্ছা জানান।
শহরে প্রবেশের পর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান সাকিব। সেখানে মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুণ্ডু, মাগুরা দুই আসনের সংসদ সদস্য ও নৌকার প্রার্থী বীরেন শিকদারসহ দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। এরপর মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামে গণসংবর্ধনা গ্রহণ করেন সাকিব