রূপগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান আ.লীগের বিদ্রোহী প্রার্থীর
নারায়ণগঞ্জ-১ আসনে দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাজাহান ভুঁইয়া।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন শাজাহান ভুঁইয়া। এরপর তিনি রূপগঞ্জে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানান।
গতকাল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর মিছিলে অস্ত্র নিয়ে মহড়ার কথা উল্লেখ করে শাজাহান ভুঁইয়া বলেন, হোন্ডা মিছিল করে প্রকাশ্যে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে রূপগঞ্জের আনাচে-কানাচে সন্ত্রাসীরা সারাক্ষণ স্বতন্ত্র প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছে এবং চাপ দেওয়া হচ্ছে যাতে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন না করে। এসব অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
শাজাহান ভুঁইয়া আরও বলেন আওয়ামী লীগের মধ্যে যারা জনপ্রিয়, যারা আওয়ামী লীগ থেকে মনোয়ন প্রত্যাশী ছিলেন, যাঁরা বঞ্চিত হয়েছেন তাঁরা স্বতন্ত্র নির্বাচনে দাঁড়াতে পারবেন—এতে দলীয় কোনো পদক্ষেপ নেওয়া হবে না। দলীয় সভানেত্রীর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাঁরা। সভানেত্রী যদি আবার নির্দেশনা দেন তাঁর সেই সিদ্ধান্ত মেনে নিবেন বলে জানান তিনি।