আ.লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সোবাহান মিয়া গোলাপের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন দুই স্বতন্ত্র প্রার্থী। এ নিয়ে মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান এবং কালকিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাসের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই দুজন।
অভিযোগকারীরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান। অভিযোগকারী দুজনেই দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আজ শুক্রবার (১ ডিসেম্বর) সকালে অভিযোগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আবদুস সোবহান গালাপ গাড়িবহরসহ বহিরাগত ও তার অনুসারীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন, যা নির্বাচনি আচরণবিধি ভঙ্গের সামিল।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে স্বতন্ত্র প্রার্থী তৌফিকুজ্জামান বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছি। আশা করি, রিটার্নিং কর্মকর্তা আইনগত ব্যবস্থা নেবেন।’
এ বিষয়ে কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার দাস বলেন, ‘আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’