জাতীয় পার্টির এমপি শামীম হায়দারসহ দুজনকে শোকজ
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করায় জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী আফরোজা বারীকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ রোববারের (৩ নভেম্বর) মধ্যে শোকজের জবাব দিতে বলেছে ইসি।
এর আগে গত ২ নভেম্বর গাইবান্ধা-১ নির্বাচনি এলাকা নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. ওবায়দুল হক রুমি এই শোকজ করেন।
জাতীয় পার্টির এমপি শামীম হায়দারকে নোটিশে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আচরণবিধি লঙ্খন করে সহস্রাধিক নেতাকর্মীর একটি মিছিল নিয়ে আসেন এবং শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে মিছিলের মাধ্যমে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন।
স্বতন্ত্র প্রার্থী আফরোজা বারীকে বলা হয়েছে, গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহের পরে নির্বাচনি এলাকায় সহস্রাধিক নেতাকর্মীসহ মোটরসাইকেল এবং গাড়ির বহর নিয়ে শোডাউন করেন এবং প্রচারণা ও সংবর্ধনায় অংশগ্রহণ করেছেন। তাতে জনগণের চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এছাড়াও ভোট গ্রহণের তিন সপ্তাহ সময়ের পূর্বে নির্বাচনি প্রচারণা করেছেন। এর মাধ্যমে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন।