আপিলের প্রথম দিনে ৪২ আবেদন জমা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় আপিল গ্রহণ; চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়েকদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আপিল আবেদন করা যাবে। এরপর ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি হবে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) শুরুর দিন আপিল আবেদন জমা পড়ছে কম। অনেকেই আপিল করার নিয়মকানুন দেখে যাচ্ছেন। বিকেল ৪টা পর্যন্ত ৪২টি আবেদন জমা পড়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
তবে দুপুর ২টার মধ্যে ঢাকা অঞ্চলে ২, ফরিদপুর অঞ্চলে ৩, চট্টগ্রাম অঞ্চলে ২, ময়মনসিংহ অঞ্চলে ৪, বরিশাল অঞ্চলে ১, খুলনা অঞ্চলে ১ এবং রংপুর অঞ্চলে ১টি আবেদন জমা পড়েছে। আর রাজশাহী, সিলেট ও কুমিল্লা অঞ্চলে কোনো আবেদন জমা পড়েনি।
সংগীতশিল্পী ডলি সায়ন্তনী নির্বাচন ভবনে এসেছেন। তিনি জানান, আপিল আবেদন করেছেন। পাবনা-২ আসনে বিএনএমের প্রার্থী ডলি সায়ন্তনীর ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপির কারণে মনোনয়নপত্র বাতিল হয়।
মঙ্গলবার নির্বাচন ভবনে আপিল আবেদন জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, আমার ফল্ট ছিল। কারও ষড়যন্ত্রের কারণে মনোনয়নপত্র বাতিল হয়নি। আমার ছোট একটা ক্রেডিট কার্ডের ঝামেলা ছিল, যেটা আমার নলেজে ছিল না। বাচ্চা বাইরে পড়াশুনা করে সেই জন্য দেশের বাইরে যাওয়া-আসা করা লাগে। ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট পরিশোধ করে ইসিতে এসেছি।
কত টাকা বকেয়া ছিল-এই প্রশ্নের জবাবে ডলি সায়ন্তনী বলেন, খুব কম টাকা, বলার মতো না। যে অভিযোগটা এসেছে এটা আসলেই আমার ফল্ট ছিল। কারোর ষড়যন্ত্র দেখছি না। এটা আমি খেয়াল করি নাই। তবে আমি আশা করছি ইনশাল্লাহ আমি আমার মনোনয়নপত্রের বৈধতা পাব।
গতকাল সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষদিন ছিল। রাতে ইসি জানায়, ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আর ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সারা দেশে মোট মনোনয়পত্র জমা পড়েছিল ২ হাজার ৭১৬টি।
মনোনয়নপত্র বাতিলের কারণ প্রসঙ্গে ইসির যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান বলেন, অনেক কারণ আছে। তবে স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ স্বাক্ষর সংক্রান্ত জটিলতা রয়েছে; ঋণ-বিল খেলাপি ও দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে ১ শতাংশ স্বাক্ষর সংক্রান্ত জটিলতায় বেশি সংখ্যক আবেদন বাতিল হয়েছে।