ডা. প্রাণ গোপালের স্ত্রীর ২২ ভরি স্বর্ণের দাম ২১ হাজার টাকা!
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত। তিনি এই আসনে বিগত উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। তাঁর হলফনামায় তিনি তুলে ধরেছেন তার সম্পদ বিবরণী।
ডা. প্রাণ গোপাল দত্তর হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য জানা যায়। বিয়ের উপহার হিসেবে ২২ ভরি স্বর্ণ পেয়েছেন তাঁর স্ত্রী। ওই স্বর্ণের দাম ধরা হয়েছে ২১ হাজার টাকা। সে হিসেবে প্রতি ভরি স্বর্ণের দাম পড়েছে ৯৫৫ টাকা।
ডা. প্রাণ গোপাল দত্ত হলফনামায় অস্থাবর সম্পত্তি হিসেবে নিজের ২৫ ভরি স্বর্ণ থাকার কথা উল্লেখ করেন। দাম উল্লেখ করেন চার লাখ ৫২ হাজার টাকা। সে হিসাবে তাঁর নিজের মালিকানায় থাকা স্বর্ণের ভরির দাম পড়েছে ১৮ হাজার ৮০ টাকা।
কুমিল্লা জুয়েলারি সমিতির সভাপতি শাহ মো. আলমগীর খান জানান, আজ বুধবার (৬ ডিসেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ নয় হাজার ৬৭৫ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ চার হাজার টাকায় বিক্রি হচ্ছে।
২০২১ সালের ২০ সেপ্টেম্বর উপনির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন ডা. প্রাণ গোপাল দত্ত। এবারও তিনি এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।