গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র তুলেছিল গণতন্ত্রী পার্টি। মনোনয়ন বৈধ হয় দলটির বেশ কয়েকজনের। তবে, দলটির সব প্রার্থির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। দলীয় কোন্দলের জেরেই আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে গণতন্ত্র পার্টির প্রার্থীদের মনোনয়ন বাতিলের চিঠি দেশের সব রিটার্নিং কর্মকর্তাকে জানাতে চিঠি দিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
ইসির উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধিত গণতন্ত্রী পার্টি নামে রাজনৈতিক দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং, এই দলের অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। এমতাবস্থায় আসন্ন নির্বাচন উপলক্ষে গণতন্ত্রী পার্টি নামীয় দলের কোনো পদধারী কর্তৃক দাখিলকৃত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
ইসির তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক গণতন্ত্রী পার্টি থেকে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
এদিকে, দলটির সকল মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ায় আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেওয়া দলের সংখ্যা কমে ২৮টিতে দাঁড়াল।