ইসিতে পঞ্চম দিনের মতো চলছে আপিল শুনানি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের আপিল আবেদনের শুনানি পঞ্চম দিনের মতো চলছে। আজ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে বিকেল ৪টা পর্যন্ত এ শুনানি অনুষ্ঠিত হবে।
আপিল শুনানির চার দিনে মোট ২১৩ প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন। আর ১৬০ জনের আপিল আবেদন নামঞ্জুর হয়েছে। অপেক্ষায় রাখা হয়েছে মোট ১৪ জনকে। গতকাল বুধবার শুনানি শেষে এ তথ্য পাওয়া গেছে।
নির্বাচন কমিশনের (ইসি) আইন শাখার কর্মকর্তারা জানান, চতুর্থ দিনে ৯৯ জনের আপিল আবেদনের শুনানি হয়। এর মধ্যে ৪৫ জনের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়। নামঞ্জুর হয় ৫২ জনের। আর দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি।
এর আগে তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৬১ জন এবং নামঞ্জুর হয়েছে ৩৫ জনের। এর মধ্যে দুটি আপিল স্থগিত রাখা হয়েছে।
আর দ্বিতীয় দিনে গত সোমবার ৯৯ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। গত রোববার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ও ৩২ জনের আবেদন নামঞ্জুর করে। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন। মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণ দেখিয়ে এসব মনোনয়নপত্র বাতিল করেছিলেন।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি, যা মোট দাখিলকৃত মনোনয়নপত্রের ২৬ দশমিক ৯২ শতাংশ বা ২৭ শতাংশ। আর বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র, যা দাখিলকৃত মনোনয়নপত্রের ৭৩ দশমিক শূন্য ৮ শতাংশ বা ৭৩ শতাংশ। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়েছিল। আগামীকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) আপিল আবেদন শুনানির শেষ দিন।