স্বতন্ত্রপ্রার্থী ও প্রতিমন্ত্রীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
যশোর-৫ (মনিরামপুর) আসনে নির্বাচনি প্রচারণায় হামলা, ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্রপ্রার্থী জেলা কৃষক লীগের সহসভাপতি এস এম ইয়াকুব আলী ও নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে স্বতন্ত্রপ্রার্থী ইয়াকুব আলী অভিযোগ করেন, গত তিন দিনে নৌকা প্রতীকের কর্মীরা তাঁর কর্মী-সমর্থকদের ওপর তিনবার হামলা চালিয়ে ১৪ থেকে ১৫ জনকে আহত করা হয়েছে। বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। তিনি দাবি করেন, ঈগল ও নৌকার পোস্টারের মাপ এক হওয়া সত্ত্বেও তাঁকে জরিমানা করা হচ্ছে। তিনি বলেন, এসব ব্যাপারে প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তিনি জানতে পারছেন না।
স্বতন্ত্রপ্রার্থীর সাংবাদ সম্মেলনের ঘণ্টাখানেক পর মনিরামপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নৌকার প্রার্থী স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তাঁর বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, নির্বাচনি পরিবেশ অস্থিতিশীল করে তুলতে স্বতন্ত্রপ্রার্থী হামলার নাটক সাজিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিমন্ত্রী হিসেবে কোনো ধরনের সরকরি সুযোগ-সুবিধা তিনি নিচ্ছেন না। কোথাও কাউকে ব্যক্তিগত আক্রমণ করছেন না।
প্রতিমন্ত্রী জানান, বিজয় দিবসের মিছিল একটু বড় হওয়ায় প্রশাসন তাঁদেরও জরিমানা করেছে। প্রশাসন তাঁদের একটা নির্বাচনি সমাবেশও বন্ধ করে দিয়েছে।