এবারের নির্বাচন স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে জনগণের সংগ্রাম : শেখ সেলিম
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, নির্বাচন তার নিজস্ব গতিতে হবে। আগামী ৭ জানুয়ারি ইনশা আল্লাহ নির্বাচন হবে। এবারের নির্বাচন হলো স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আমাদের জনগণের সংগ্রাম। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নিজ নির্বাচনি এলাকা গোপালগঞ্জ সদর আসনের জালালাবাদ ইউনিয়নের বড়ফা মোল্লাপাড়া মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিএনপির কথা মতো গণতন্ত্র চলবে না। আর বিএনপি যদি নির্বাচন প্রতিহত করার নামে সন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে অগ্নিসংযোগ, মানুষ ও পুলিশ হত্যা করে জনগণ তাদের প্রতিহত করবে।
শেখ সেলিম আরও বলেন, সংবিধানে পরিষ্কারভাবে উল্লেখ আছে অনির্বাচিত কোনো সরকার থাকতে পারবে না। সংবিধান অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। এটাই হলো গণতন্ত্র। জনগণের শক্তিই বড় শক্তি। অস্ত্রের শক্তি বড় শক্তি নয়। ওদের রাজনীতি হলো মানুষ মারার রাজনীতি। আমরা হত্যার রাজনীতি করব না। জনগণ আমাদের ভোট দিয়ে এমন অবস্থা করে দেবে, বিএনপি নামের রাজনৈতিক দল মাওলানা ভাসানীর দলের পরিণতি বরণ করবে।
জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম টিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, সহসভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মুন্সী আতিয়ার রহমান, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ফজলে নাঈম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক সিকদার আবু সিদ্দিক প্রমুখ।