কোনো কেন্দ্রে অনিয়ম-কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ হবে : সিইসি
কোনো কেন্দ্রে অনিয়ম ও কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একইসঙ্গে ভোটের মাঠে কারচুপি হবে এ ধারণা থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।
কাজী হাবিবুল আওয়াল বলেন, ‘কোনো কেন্দ্রে যদি একটি ভোটও কারচুপি হয়, তাহলে সেই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সবাই এখন চাইছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। অংশগ্রহণমূলক যে শব্দটি ছিল, তা-ও এখন আর কেউ বলছে না। আমরা সেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই। এক্ষেত্রে ব্যত্যয় ঘটানোর চেষ্টা হলে ছেড়ে দেওয়া হবে না।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বরিশাল জেলার ছয় নির্বাচনি এলাকার অধিকাংশ প্রার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।