কুষ্টিয়ায় পৌঁছাল ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে কুষ্টিয়ায়। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছায় নির্বাচনি সরঞ্জাম।
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. এহেতেশাম রেজা, জেলা নির্বাচন কর্মকর্তা আবু আনসারীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. এহেতেশাম রেজা বলেন, ‘জেলার ৫৭৮টি ভোটকেন্দ্রের জন্য ব্যালট পেপারসহ সব নির্বাচনি সরঞ্জাম জেলা প্রশাসন কার্যালয়ে পৌঁছেছে। যথাযথ নির্দেশনা মেনে ট্রেজারিতে তা সংরক্ষণ করা হয়েছে। ভোটের চার থেকে পাঁচ দিন আগে স্ব স্ব উপজেলায় ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। ভোটের দিন যথাযথ নিরাপত্তার মাধ্যমে সবকটি কেন্দ্রে তা পাঠানো হবে।’