যা থাকছে আ.লীগের নির্বাচনি ইশতেহারে
দুই সপ্তাহের কম সময় রয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের। এই নির্বাচনকে সামনে রেখে আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচনি ইশতেহার ঘোষণা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকাল সাড়ে ১০টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে ইশতেহার উপস্থাপন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০৪১ সালকে লক্ষ্য করে এই ইশতেহার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্রমতে, ইশতেহারে আধুনিক, বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং কর্মসংস্থান ইস্যুকেও অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের ইশতেহার তৈরির জন্য গঠিত উপকমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে স্মার্ট বাংলাদেশ গঠনের কথাও বলেছেন তিনি। এই লক্ষ্যকে সামনে রেখে এবারের ইশতেহারের লক্ষ্য ২০৪১ সাল। এ সময়ের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে করণীয়গুলো চিহ্নিত করে ইশতেহারে তুলে ধরা হয়েছে।
জানা গেছে, চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলা, নতুন প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ কৃষিসহ যে খাতগুলোর উন্নয়ন হচ্ছে তা চলমান রাখা এবং গতি বাড়ানোয় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে ইশতেহারে। আর স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে পৌঁছাতে যে বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো—আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণ প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তোলা এবং তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থায় অগ্রাধিকার দেওয়া।
স্মার্ট বাংলাদেশ গঠনকে মূল ভিত্তি ধরা হয়েছে কৃষি, শিল্প ও সেবা খাতকে। এই তিন খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এবারের নির্বাচনের ইশতেহার তৈরি করেছে আওয়ামী লীগ। চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার বিষয়টিও ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।