নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনে নৌকার প্রার্থী নদভীর আবেদন
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশন বরাবরে লিখিত আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) তিনি এই আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘আমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার গানম্যান দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিথ্যা বানোয়াট অভিযোগ দিলে তাকে প্রত্যাহার করা হয়। এর মধ্যে নির্বাচনি সভায় আমার স্ত্রীর ওপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় চরতী ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল মন্নারসহ অন্তত ২০ জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।’
নেজামুদ্দিন নদভী বলেন, ‘এখন স্বতন্ত্র প্রার্থীর ভাড়াটিয়ারা আমাদের ওপর হামলা করতে পারে এমন শঙ্কা রয়েছে। তাই নিজ ও পরিবারের নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছি। আশা করছি তারা আমার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করবে।’