প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা আপার দায়িত্ব আমার : ফেরদৌস
ঢাকা-১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ বলেছেন, আমি এ মুহূর্তে চেষ্টা করছি একজন ভালো বাবা হওয়ার জন্য। আমার দুই মেয়ে। আমি যেমন সারাক্ষণ বুকে আগলে রাখি এ আসনের দুইকন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদের এ এলাকায় দেখে শুনে রাখব ইনশাআল্লাহ।
আজ সোমবার (১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় ফেরদৌস এ কথা বলেন।
বক্তব্যের শুরুতে নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আপনাকে স্বাগত জানাই আমার এ ঢাকা-১০ আসনে। আজ দক্ষিণের বাতাস হয়ে এসেছেন প্রধানমন্ত্রী। আপনি এসেছেন আমারই এলাকা ঢাকা-১০ আসনে। এই যে বলছি এ কথাটা অহংকার করে এটা আমার জীবনের শ্রেষ্ঠ অহংকার। শ্রেষ্ঠ গর্বের জায়গায় পৌঁছে গেছি। আপনি আমায় এমন একটি আসন দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক আসন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। সামনে তাকালেই ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি। যেখানে আপনি বেড়ে উঠেছেন, বেড়ে উঠেছে ছোট আপা শেখ রেহানাসহ বঙ্গবন্ধুর পুরো পরিবার। যেখানে জাতির পিতা, মহামানব তার জীবনের শ্রেষ্ঠ সময় কাটিয়েছেন। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ঢাকা-১০ আসনের মানসম্মান ধরে রাখব ইনশাআল্লাহ।’
ফেরদৌস আহমেদ আরও বলেন, এতদিন ধরে বিশ্বাস করে এসেছি প্রধানমন্ত্রী আপনি মানবতার মা। আপনি আমার মা। সন্তান যখন বড় হয়ে যায়, তখন সন্তান মায়ের দায়িত্ব নিয়ে নেয়। আমি সবসময় চেষ্টা করেছি একজন ভালো সন্তান হওয়ার। আমার বাবা মা দিন রাত পরিশ্রম করেছে একজন ভালো সন্তান তৈরি করার জন্য। আমি এ মুহূর্তে চেষ্টা করছি একজন ভালো বাবা হওয়ার জন্য। আমার দুই মেয়ে। আমি যেমন সারাক্ষণ বুকে আগলে রাখি এ ঢাকা-১০ আসনের দুইকন্যা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট আপা শেখ রেহানা আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদের এ এলাকায় দেখে শুনে রাখব ইনশাআল্লাহ।’
নৌকা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দেখানো পথে হাঁটছি। আজ আমরা গিয়েছি হাজারীবাগের বেশ কিছু স্কুলে। নতুন বই প্রদান উৎসবে। সেখানে এক একটা বাচ্চা এক একটা শিশু নতুন বই পেয়ে কি যে আনন্দিত। এক একটা মায়ের কি আনন্দ। সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমি ঢাকা-১০ আসনের যেখানে গিয়েছি, সবাইকে জিজ্ঞাসা করি, করেছি ভোট দেবেন কাকে? সবাই বলেছে শেখ হাসিনাকে। তাদের বিশ্বাস আস্থা নৌকাতে। ঢাকা-১০ হবে ১০ এ ১০।