কেন্দ্রীয় সহযোগিতা না পাওয়ায় সরে দাঁড়ালেন জাপার প্রার্থী
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে সুষ্ঠু ভোটের মাঠ না থাকা এবং দলের কেন্দ্রীয় সহযোগিতা না পাওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদার। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকা জামালগঞ্জে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
আজ সকালে জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ডাকা সংবাদ সম্মেলনে প্রার্থী আব্দুল মান্নান তালুকদার বলেন, ‘২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করি। পরবর্তী সময়ে দলের সিদ্ধান্ত অনুযায়ী মহাজোটের প্রার্থীর সমর্থনে নিজের প্রার্থিতা প্রত্যাহার করি। এবারও দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করি ও নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে যাই। আমি দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও তাঁদের কাছ থেকে প্রচারণায় কোনো ধরনের সহযোগিতা পাইনি। এ অবস্থায় আমি স্পষ্ট বুঝতে পারছি আসন ভাগাভাগি করেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
সুনামগঞ্জ ১ আসন থেকে আব্দুল মান্নান ছাড়াও আরও সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের রঞ্জিত চন্দ্র সরকার, স্বতন্ত্রপ্রার্থী বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সেলিম আহমেদ, বাংলাদেশ কংগ্রেস থেকে নবাব সালেহ আহমেদ, তৃণমূল বিএনপি থেকে মো. আশরাফ আলী, গণফ্রন্টের জাহানুর রশীদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির হারিছ মিয়া।