নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী মোস্তাফিজুর রহমান
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) রাতে গৌরীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ অভিযোগ করে বলেন, ‘অব্যাহতভাবে আমার কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন, পোস্টার ছিঁড়ে ফেলা এবং কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ নির্বাচন একপেশে নির্বাচন। এ কারণে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি। আজ থেকে আমার প্রতীকের জন্য আর কোনো নির্বাচনি প্রচার-প্রচারণা চালাব না।’
ডা. মোস্তাফিজুর রহমান আরও বলেন, ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে। কোনো কোনো প্রার্থী আগাম টাকা দেয়ে ভোট কিনছেন। আমি গৌরীপুর থানায় জানিয়েছি, সহকারী রিটার্নিং অফিসার, জেলা রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছি। সবাই আশ্বাস দিলেও কোনো কাজ হয়নি। আবার যদি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পাই নির্বাচন করব। রাজনীতি ছাড়ব না। চিকিৎসা পেশা চালিয়ে যাব, মানুষের সেবা করব।’