বান্দরবানের দুর্গম ১২ কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে সরঞ্জাম
বান্দরবানের চারটি উপজেলার ১২টি দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে নিজ নিজ উপজেলা থেকে হেলিকপ্টারযোগে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়।
নির্বাচনি সরঞ্জাম পাঠানো কেন্দ্রগুলো হচ্ছে, রোয়াংছড়ি উপজেলার রোনিনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুমা উপজেলার নুন থিয়ার হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিংলকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার দলিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেমাক্রিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মদক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মদকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রুপিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারিপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্নাপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীকদম উপজেলার কমচঙ ইয়ুংছা মাওরুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, বান্দরবানের ১৮২টি ভোটকেন্দ্রের মধ্যে ১২টি ভোটকেন্দ্রে হেলিকপ্টারের সাহায্যে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে। ইতোমধ্যেই এসব সরঞ্জাম পৌঁছানো হয়েছে। বান্দরবানে একটি সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।