যে কেন্দ্রে ভোট দেবেন ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুরে উদয়ন ফ্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে (নিজ বাড়ি সংলগ্ন) ভোট দেবেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন নোয়াখালী-৫ আসন থেকে। নোয়াখালী জেলা আওয়ামী লীগ সূত্রে এই তথ্য জানা গেছে।
আওয়ামী লীগের টানা তিনবারের এই সাধারণ সম্পাদক ২০০৮ সাল থেকে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসছেন।
চার লাখ চার হাজার ৯৭৭ জন ভোটারের এই আসনে এবারও বাধাহীন প্রার্থী ওবায়দুল কাদের। আসনটিতে নৌকার কোনো বিদ্রোহী প্রার্থী নেই। ওবায়দুল কাদেরের বিপক্ষে অবস্থান নেওয়া চারটি ছোট দলের চারজন প্রার্থী। যদিও ভোটের মাঠে প্রচারে খুব একটা দেখা মেলেনি তাদের।