চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ : ইসি সচিব
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় মোট ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে।
আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মো. জাহাংগীর আলম।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘আজ সকাল ৮টা থেকে দেশের ৩০০টি আসনের মধ্য ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী মোট ব্যালটের ৯৩ শতাংশ ব্যালট পেপার সকালে বিভিন্ন ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে এবং যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। এর একটি হচ্ছে নরসিংদীতে, বাকি দুটি ভোটকেন্দ্র বাতিল হয়েছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।’
ইসি সচিব আরও বলেন, ‘দুপুর ১২টা থেকে ১২টা ১০ পর্যন্ত ভোটগ্রহণের যে পার্সেন্টটেজ, সেটা হলো ঢাকা বিভাগে ১৭ ভাগ, চট্টগ্রাম বিভাগে ২০ ভাগ, সিলেট বিভাগে ১৮ ভাগ, বরিশাল বিভাগে ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহীতে ১৭ ভাগ, ময়মনসিংহ বিভাগে ২০ ভাগ। সে হিসাবে আটটি বিভাগে গড়ে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে বলে আমরা তথ্য পেয়েছি।’
মুন্সীগঞ্জে একজন নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ইসি সচিব জাহাংগীর আলম বলেন, ‘মুন্সীগঞ্জে একজন নিহত হওয়ার ঘটনাটি ভোটকেন্দ্রের মধ্যে নয়, বাইরে। আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানিয়েছে, এটা আসলে ভোটের সঙ্গে সম্পৃত্ত নয়। ওই ব্যক্তি অন্য একটি মার্ডার মামলায় আসামি ছিলেন। এলাকায় ফিরে আসায় ছুরিকাঘাতে তিনি মারা গিয়েছেন বলে পুলিশ সুপার আমাদের জানিয়েছেন। প্রকৃত ঘটনা তদন্ত করলে আমরা জানতে পারব।’
২১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপস কাজ না করার কারণ জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘অসত্য তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। এটি ২১ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়নি। ছয় বছর মেয়োদে ২১ কোটি টাকা ব্যয় করা হবে। বর্তমানে প্রথম বছর চলছে, এখন পর্যন্ত আমরা আট কোটি টাকা ব্যয় করেছি। বর্তমানে তিন জায়গা জার্মানি, যুক্তরাজ্য এবং আরও এক জায়গা থেকে এটাকে অ্যাটাক করে স্লো করে দেওয়া হয়েছে। তবে একে হ্যাক বলা যাবে না, স্লো করা হয়েছে। বর্তমানে অ্যাপস চালু রয়েছে আমরা সারা রাত চেষ্টা করেছি অ্যাপসটি চালু রাখতে। অ্যাপসটি এখনও চলছে, তবে স্লো।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘সারা দেশে পাঁচটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছিল, বর্তমানে সেগুলো আবার চালু হয়েছে। তবে একটি কেন্দ্রে জোর করে এক হাজার ২০০ ভোট সিল মেরেছিল। সেই কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছে। যারা এই অপকর্মের সঙ্গে জড়িত তাদেরকে পুলিশ ধরার চেষ্টা করছে।’
ইসি সচিব বলেন, ‘জাল ভোট দেওয়ার কারণে এ পর্যন্ত তিনজনকে সাজা দেওয়া হয়েছে। একজন পোলিং এজেন্টকে জাল ভোট দেওয়ায় সহায়তা করার অভিযোগে আটক করা হয়েছে।’
এবারের নির্বাচনে সারা দেশের ৩০০ আসনের মধ্যে নির্বাচন হচ্ছে ২৯৯টি আসনে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্রপ্রার্থী আমিনুল হকের মৃত্যুতে ওই আসনের নির্বাচন বাতিল করেছে ইসি। ফলে ২৮টি রাজনৈতিক দলের এক হাজার ৯৬৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সমমনা জোটের পাশাপাশি নির্বাচনে অংশ নিয়েছেন স্বতন্ত্রপ্রার্থীরা।