একাদশের ২৩ আসনের জাপা দ্বাদশে ঠেকল এগারোতে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা নাটকীয়তায় আলোচনায় ছিল জাতীয় পার্টি (জাপা)। ভোটের কিছুদিন আগেও দলটির চেয়ারম্যান জি এম কাদের নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। অবশেষে ফলাফল পর্যন্ত লড়ে গিয়েছে তার দল। ছিনিয়ে এনেছে ১১টি আসনে বিজয়। যদিও গতবার, অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ১২টি আসন কম।
এবারের নির্বাচনে সব মিলিয়ে ২৬৫টি আসনে ছিল জাপার প্রার্থী। শেষ পর্যন্ত ছাড় পাওয়া ২৬ আসনের ১১টিতে জিততে পেরেছেন তারা। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার বাইরে কোনো আসনে জিততে পারেননি এই দলের প্রার্থীরা।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, জয়লাভ করা ১১টি আসনে মধ্যে জাপার চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ আসন থেকে বিজয়ী হন। এ ছাড়া কিশোরগঞ্জ-৩ থেকে মহাসচিব মো. মুজিবুল হক, চট্টগ্রাম-৫ থেকে কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও পটুয়াখালী-১ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদার জয়ী হয়েছেন।
এই চার জ্যেষ্ঠ নেতার বাইরে প্রেসিডিয়াম সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), হাফিজ উদ্দিন আহমেদ (ঠাকুরগাঁও-৩), গোলাম কিবরিয়া (বরিশাল-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), মো. আশরাফুজ্জামান (সাতক্ষীরা-২), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১) ও শরিফুল ইসলাম (বগুড়া-২) নির্বাচিত হয়েছেন।
রুহুল আমিন হাওলাদার ও আশরাফুজ্জামান ছাড়া বাকিরা বর্তমান একাদশ জাতীয় সংসদেরও সদস্য।
একাদশ সংসদের ২৩ জন সদস্যের মধ্যে ঢাকায় সৈয়দ আবু হোসেন, গাইবান্ধায় শামীম হায়দার পাটোয়ারি, ময়মনসিংহে ফখরুল ইমাম, সুনামগঞ্জে পীর ফজলুর রহমান, কুড়িগ্রামে পনির উদ্দিন আহমেদ, নীলফামারীতে আহসান আদেলুর রহমান ও রানা মোহাম্মদ সোহেল, বগুড়ায় শরিফুল ইসলাম, নারায়ণগঞ্জে লিয়াকত হোসেন, বরিশালে নাসরিন জাহান, বগুড়ায় নুরুল ইসলাম তালুকদারসহ ১৪ জন এবার জিততে পারেননি।