হৃদয় ছুঁয়েছে যে ছবি
আনন্দে কাঁদছেন বাবা, বুকে জড়িয়ে ধরে আছেন মেয়ে। দুজনের গলায় ফুলের মালা। বিজয়ে আনন্দে কাঁদছেন তাঁরা দুজন। বাবা-মেয়ের এমন ছবিটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী অধ্যক্ষ আবদুল মজিদ ও তাঁর মেয়ে নাহরিন ফারহানা পপি।
গতকাল রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফলাফল ঘোষণার পর বিজয়ী বাবাকে বুকে জড়িয়ে ধরার ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়। যে ছবিটি হৃদয় ছুঁয়েছে সবার। বাবা-মেয়ের ছবিটি শেয়ার করে আবেগঘন মন্তব্য লিখে অনুভূতি ব্যক্ত করেন নেট দুনিয়াবাসী।
গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর না থাকায় অধ্যক্ষ আবদুল মজিদের মনোনয়নপত্রটি বাতিল করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান। পরে নিয়মানুযায়ী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি। তফসিল ঘোষণার পর প্রতিটি ধাপেই বেশ বেগ পেতে হয় তাঁকে। সব বাধা-বিপত্তিকে ঠেলে এগিয়ে যান তিনি।
এই আসনে অধ্যক্ষ আবদুল মজিদসহ ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গতকাল রাতে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে দেখা যায় ট্রাক প্রতীকে অধ্যক্ষ আবদুল মজিদ পেয়েছেন ৪৪ হাজার ৪১৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিমা আহমেদ মেরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৪৫৩ ভোট।
বিজয়ী হওয়ার পর অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, আলহামদুলিল্লাহ। হোমনা-মেঘনাবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। এই বিজয় সর্বস্তরে জনগণের বিজয়।