নতুন মন্ত্রিসভার শপথ বৃহস্পতিবার
নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ওইদিন সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে তার মন্ত্রিসভার অন্য সদস্যের শপথবাক্য পাঠ করাবেন।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সরকারি ফলাফলের গেজেট প্রকাশ করা হতে পারে।
আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলা শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৯৯ আসনের মধ্যে ভোটগ্রহণ হয়। একচির ফলাফল স্থগিত এবং ২৯৮ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৯৮ আসনের মধ্যে ২২২ আসন নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চমক দেখিয়ে ৬২ জন স্বতন্ত্রপ্রার্থী বিজয়ী হয়েছেন। আর একাদশ জাতীয় সংসদের বিরোধীদল জাতীয় পার্টি (জাপা) এবার বিজয়ের দেখা পেয়েছে মাত্র ১১টিতে।
এদিকে, কল্যাণ পার্টি একটি এবং মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পেয়েছে একটি করে আসন। অন্যদিকে, খালি হাতে ফিরেছে বিএনপির দলছুট নেতাদের নিয়ে গঠিত শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকারের নেতৃত্বাধীন তৃণমূল বিএনপিসহ ২৩টি দল।