'বাঘ মারা' এমপি জয়
তিনি বঙ্গবীর। অনেকে বলেন ‘বাঘা সিদ্দিকী’। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী অনুপম শাহজাহান জয়ের কাছে পরাজিত হয়েছেন গামছা প্রতীকে লড়া কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। দেশব্যাপী এ নিয়ে চলছে আলোচনা ও বিশ্লেষণ। তাঁর কর্মী-সমর্থক ও দলের নেতাকর্মীরাও অনেকটা নীরব নিস্তব্ধ।
অনেকেরই ধারণা ছিল, মুক্তিযুদ্ধে অনবদ্য অবদান ও শেষ বয়সে সম্মান রক্ষার্থে হলেও বঙ্গবীরকে সংসদে পাঠাবেন সখীপুর-বাসাইলের জনগণ। কিন্তু, ফলাফলের উল্টো চিত্রে হতাশ হয়েছেন আশাবাদীরা। স্থানীয় ভোট বিশ্লেষকদের দাবি, নবীন ও নারী ভোটার এবং যুব সমাজকে নিজের পক্ষে টানতে ব্যর্থ হওয়ায় ধরাসায়ী কাদের সিদ্দিকী। ভোটের আগেই যার ছাপ ছিল তার সভা-সমাবেশে। যেখানে দেখা গেছে, বয়স্কদের বেশি উপস্থিতি। নারীরা সেখানে থাকলেও ছিলেন না কম ছিলেন বয়সীরা, অর্থাৎ নবীন নারী ভোটার। অপরদিকে, নতুন জেনারেশনকে কাছে টেনে নৌকায় চড়ে সহজেই পার হয়েছেন অনুপম শাহজাহান জয়।
এ ছাড়া ২০১৮ সালের নির্বাচনে ড. কামাল হোসেনের নেতৃত্বে যুক্তফ্রন্টে যোগ দেওয়া, তৃণমূল পর্যায়ে কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক দুর্বলতা, মাঠপর্যায়ে নিজের জনপ্রিয়তার ব্যাপারে দৃঢ়তা ও নেতাকর্মীদের পরামর্শ গ্রহণ না করাও বঙ্গবীরের পরাজয়ের অন্যতম কারণ বলে মনে করছেন স্থানীয়রা।
গত রোববারের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, দুই উপজেলার মোট ১২৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে অনুপম শাহজাহান জয় পেয়েছেন ৯৬ হাজার ৪০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম পেয়েছেন ৬৭ হাজার ৫০১ ভোট। ফলে, অনুপম শাহজাহান জয়ের কাছে ২৮ হাজার ৯০০ ভোটের ব্যবধানে পরাজিত হন কাদের সিদ্দিকী।
১৯৯৯ ও ২০০৮ সালে টাঙ্গাইল-৮ আসনে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে হারিয়ে সংসদে যান চার বারের সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান। এরমধ্যে ২০০৮ সালে নির্বাচনে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে শওকত মোমেন শাহজাহান বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন। শওকত মোমেন শাহজাহানের মৃত্যুর পর তার ছেলে অনুপম শাহজাহান জয় ২০১৪ সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সেসময় ঋণ খেলাপির দায়ে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশনার। একাদশ নির্বাচনে জোয়াহেরুল ইসলাম আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। এবারের নির্বাচনে অনুপম শাহজাহান জয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মুক্তিযুদ্ধের জীবনন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।