অস্ত্র উঁচিয়ে ছবি ফেসবুকে, পোলিং অফিসারকে শোকজ
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুক উঁচিয়ে নির্বাচনের দিন ভোটকেন্দ্রের ভেতরে মহড়া ও ছবি তুলে ফেসবুকে আপলোড করার অপরাধে এএসএম নুরুল আনোয়ার (টুটুল আনোয়ার) নামে এক পোলিং কর্মকর্তাকে পাঁচ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে তার। জবাব সন্তোষজনক না হলে গুরু বা লঘুদণ্ডে দণ্ডিত হবেন তিনি।
আজ দুপুরে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
ওই পুলিং অফিসার চরআলগী ইউনিয়নের আকন্দপাড়া কমিউনিটি ক্লিনিকের সার্ভিস প্রোভাইডার হিসেবে কর্মরত। একই কেন্দ্রে কর্তব্যরত আনসার সদস্য মো. বাপ্পি ইসলামের আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তিনি ছবি তোলেন।
শোকজ নোটিশে বলা হয়, নির্বাচন বিধিমালা ১৯৭২ এর অনুচ্ছেদ ৯ এর দফা (১বি) মোতাবেক ভোট গ্রহণকারী কর্মকর্তা এ এস এম নুরুল আনোয়ার (টুটুল আনোয়ার, পোলিং অফিসার) হিসেবে বড়বাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে (কেন্দ্র নং-৬২) কর্মরত ছিলেন। সেখানে দায়িত্বরত আনসার সদস্য মো. বাপ্পি ইসলামের আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের ভেতরে অন্যকে টার্গেট করে অস্ত্র উঁচিয়ে ছবি তুলে তার ফেসবুক আইডিতে আপলোড করেন। এ বিষয়টি আইন ও বিধানের পরিপন্থি এবং অসদাচরণের অন্তর্ভুক্ত অপরাধ। একই দিন বিকেলে ঘটনা জানার পর চাকরিবিধি অনুযায়ী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে আজ দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জবাব সন্তোষজনক না হলে তাকে লঘু-গুরু যে কোনো দণ্ড দেওয়া হতে পারে।