শাজাহান খানের বিরুদ্ধে ছেলের পক্ষে প্রচারণার অভিযোগ : অস্বীকার ছেলের
প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খানের পক্ষে এলাকায় থেকে নির্বাচনে প্রচারণা চালানোর অভিযোগ করেছেন প্রতিপক্ষ প্রার্থী।
আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী পাভেলুর রহমান শফিক খান সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
চেয়ারম্যান পদপ্রার্থী পাভেলুর রহমান শফিক খান বলেন, ‘সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী। যে কারণে তিনি নিজে এলাকায় থেকে বাসায় বসে এবং রাতে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি এলাকায় থেকে নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করছেন। এসব বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে ১৫টি অভিযোগ দিয়েছি। কিন্তু অজ্ঞাত কারণে তার কোনো প্রতিকার হচ্ছে না। তিনি যেন এলাকায় থেকে নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে না পারেন, সে ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
তবে এলাকায় থেকে ছেলের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন শাজাহান খান। তিনি গণমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হননি। তবে তাঁর ছেলে চেয়ারম্যান পদপ্রার্থী আসিবুর রহমান খান অভিযোগ অস্বীকার করেছেন।