কুলিয়ারচরে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী
কিশোরগঞ্জে চতুর্থ ধাপে আগামী ৫ জুন বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলা পরিষদ নির্বাচন। আজ রোববার (১২ মে) এ তিন উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যানদের মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ দুপুর থেকে বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাইয়ে কুলিয়ারচর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নূরে আলমের মনোনয়নপত্র এবং ভৈরব উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান পদে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়।
তাই কুলিয়ারচর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী আবুল হোসেন লিটন ও আনিছুর রহমান খান। মনোনয়নপত্র বাছাইয়ে লিটনের মনোনয়ন বহাল আর আনিছুর রহমান খানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় তাঁরা দুজন একক প্রার্থী হন। লিটন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
ঘোষিত তফশিল অনুযায়ী গত ৯ মে (বৃহস্পতিবার) কুলিয়ারচর উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মো. আবুল হোসেন লিটন ছাড়া অন্য কেউ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেননি। তিনি এক যুগ কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান।
মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ টি এম ফরহাদ চৌধুরী জানান, আগামী ১৯ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষে দিন যদি মো. আবুল হোসেন লিটন মনোনয়ন প্রত্যাহার না করেন এবং নূরে আলমের মনোনয়নপত্র বৈধতা না পায় তবে তাঁদের দুজনকে বিনা প্রতিদ্বন্দ্ব্তায় বিজয়ী ঘোষণা করা হবে।
রিটার্নিং অফিসার আরও জানান, বাজিতপুরে চেয়ারম্যান পদে চারজন, ভাইস-চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে তিনিজন, কুলিয়ারচরে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে একজন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে তিনজন এবং ভৈরবে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র বাছাইয়ের সময় নির্বাচন অফিসের কর্মকর্তা, পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং প্রাথীরা উপস্থিত ছিলেন।