ষষ্ঠ উপজেলা নির্বাচনে আরও যাঁরা নির্বাচিত হলেন
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ গতকাল মঙ্গলবার (২১ মে) শেষ হয়েছে। এই ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৪ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকি উপজেলাগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
আরও পড়ুন : দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হলেন যাঁরা
এই ধাপে ভোটের আগেই তিনটি পদে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে দুটি উপজেলার তিনটি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। উপজেলা দুটি হলো কুমিল্লার আদর্শ সদর এবং চট্টগ্রামের রাউজান।
দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে আরও যারা নির্বাচিত হলেন
যশোর
শার্শা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোহরাব হোসেন। দোয়াত-কলম প্রতীকে সোহরাব হোসেন পেয়েছেন ৩৭ হাজার ৫৭০ ভোট। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম সরদার। তালা প্রতীকে তিনি পেয়েছেন ২২ হাজার ৯৮৭ ভোট। নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীমা খাতুন। তিনি কলস প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৬২৩ ভোট।
চৌগাছা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস.এম হাবিবুর রহমান। আনারস প্রতীকে তিনি ভোট পেয়েছেন ৩৩ হাজার ৫৬৫টি। নারী ভাইস-চেয়ারম্যান নাসিমা খাতুন হাঁস প্রতীকে ২৬ হাজার ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শামীম রেজা।
ঝিকরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬৪৩ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সৈয়দ ইমরানুর রশীদ। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ১৪৯ ভোট। নারী ভাইস-চেয়ারম্যান পদে জেসমিন সুলতানা কলস প্রতীকে ২৪ হাজার ৪৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
হবিগঞ্জ
বাহুবলে চেয়ারম্যান নিবাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। ১৮ হাজার ৬৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ভাইস-চেয়ারম্যান পদে হাফেজ কামরুল ইসলাম ১৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ১৫ হাজার ১৬৩ ভোট পেয়ে নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নাজমুন নাহার রিতা।
ময়মনসিংহ
গৌরীপুরে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা। আনারস প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান ভাইস-চেয়ারম্যান সোহেল রানা। নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নীলুফা ইয়াসমিন।
মুক্তাগাছায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ। মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ২৯০ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম বিটুল। নারী ভাইস-চেয়ারম্যান পদে নাজমুন্নাহার দিলু নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ সদরে দোয়াত-কলম প্রতীকে ৪৪ হাজার ৫৩০ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মো. আবু সাঈদ। ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ওয়াহিদুজ্জামান মিলন। নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তাহমিনা সুলতানা কাজল।
দিনাজপুর
কাহারোল উপজেলায় দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম ফারুক। ভাইস-চেয়ারম্যান পদে টিয়া পাখি প্রতীকে রঘুনাথ চন্দ্র রায় এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে পদ্ম ফুল প্রতীকে ডলোমনি নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ
কটিয়াদীতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মঈনুজ্জামান অপু। ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৩ হাজার ৮৫৬ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে বদরুল আলম নাঈম চশমা প্রতীকে ৪৩ হাজার ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নারী ভাইস-চেয়ারম্যান পদে সাথী বেগম কলস প্রতীকে ৩৮ হাজার ৭৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নিকলী উপজেলা চেয়ারম্যান পদে মোকারিম সরদার আনারস প্রতীকে ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে মো. তাহের আলী টিউবওয়েল প্রতীকে ২২ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নারী ভাইস-চেয়ারম্যান পদে জেসমিন আরা বিউটি হাঁস প্রতীকে ৩৮ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অষ্টগ্রাম উপজেলায় এ.এফ মাশুক নাজিম ঘোড়া প্রতীকে ৪২ হাজার ৫৫১ ভোটে বিজয়ী হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে আল আমিন সরকার চশমা প্রতীকে ২১ হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়ছেন। নারী ভাইস-চেয়ারম্যান পদে মোছা. শেলী আক্তার হাঁস প্রতীকে ২৫ হাজার ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
খাগড়াছড়ি
খাগড়াছড়ি সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম আনারস প্রতীকে ১৬ হাজার ৮৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তালা প্রতীকে ১৬ হাজার ২৯১ ভোট পেয়ে ক্যউচিং মারমা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কল্যানী ত্রিপুরা কলস প্রতীকে ১৭ হাজার ৪৭১ ভোট পেয়ে নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দীঘিনালা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত সমর্থিত ধর্মজ্যোতি চাকমা। মোটরসাইকেল প্রতীকে ৩৩ হাজার ৫৩৫ পেয়েছেন তিনি। চশমা প্রতীকে ৩২ হাজার ৪৩৪ ভোট পেয়ে ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সুসময় চাকমা। কলস প্রতীকে ৩০ হাজার ৮৫ ভোট পেয়ে নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিমা দেওয়ান।
পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসীত গ্রুপ সমর্থিত প্রার্থী চন্দ্র দেব চাকমা কাপ পিরিচ প্রতীকে ২৪ হাজার ৮৩২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে সৈকত চাকমা টিউবওয়েল প্রতীকে ২৪ হাজার ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নারী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত মনিতা ত্রিপুরা ফুটবল প্রতীকে পান ২১ হাজার ২৬৩ ভোট।
জামালপুর
বকশীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. নজরুল ইসলাম ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ৩০ হাজার ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শাহজালাল। নারী ভাইস-চেয়ারম্যান পদে হাঁস প্রতীকে ৩০হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা. জহুরা বেগম।
দেওয়ানগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৩০ হাজার ২৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম আজাদ। ভাইস-চেয়ারম্যান পদে বই প্রতীকে ২৯ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আরিফ খান। নারী ভাইস-চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোটে নির্বাচিত হয়েছেন মুন্নী আক্তার।
ইসলামপুর উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালাম। ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীকে ১৮ হাজার ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল খালেক আখন্দ। নারী ভাইস-চেয়ারম্যান পদে কলস প্রতীকে ১২ হাজার ১২০ ভোটে নির্বাচিত হয়েছেন মোছা. আবিদা সুলতানা যুথী।
নারায়ণগঞ্জ
রূপগঞ্জে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান দোয়াত-কলম প্রতীকে এক লাখ ১৮ হাজার ৬৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হন মিজানুর রহমান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ফেরদৌসী আক্তার রিয়া।
আড়াইহাজার উপজেলায় চেয়ারম্যান পদে সাইফুল ইসলাম স্বপন ঘোড়া প্রতীকে এক লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস-চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম ও নারী ভাইস-চেয়ারম্যান পদে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা মোশারফ নির্বাচিত হয়েছেন।
সোনারগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম ঘোড়া প্রতীকে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে তালা প্রতীকে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে মাসুম চৌধুরী এবং নারী ভাইস-চেয়ারম্যান পদে ফরিদা পারভিন শ্যামলী ফুটবল প্রতীকে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
বরগুনা
সদর উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ৩৮ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. মনিরুল ইসলাম। ভাইস-চেয়ারম্যান পদে মো. আবু সালেহ হোসেন (শান্ত) এবং নারী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন লাভলি।
বেতাগী উপজেলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান মোটরসাইকেল প্রতীকে ১২ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান মো. মহসিন এবং নারী ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নিপু রানী দাস।
নীলফামারী
জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদে মো. আনছার আলী মিন্টু ঘোড়া প্রতীকে ৩৯ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে শাহিনুর রহমান ও নারী ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মনোয়ারা বেগম।
সৈয়দপুর উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. রিয়াদ আরফান সরকার দোয়াত-কলম প্রতীকে ৩২ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে মহসিন মন্ডল মিঠু ও নারী ভাইস চেয়ারম্যান পদে মোছা. সানজিদা বেগম লাকী নির্বাচিত হয়েছেন।
কিশোরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মো. রশীদুল ইসলাম ঘোড়া প্রতীকে ২৮ হাজার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিন হন। ভাইস-চেয়ারম্যান মাহবুবার রহমান বাদশা ও নারী ভাইস-চেয়ারম্যান পদে স্বপ্না শান্তা প্রামানিক নির্বাচিত হয়েছেন।
নরসিংদী
মনোহরদী উপজেলায় আনারস প্রতীকে নজরুল মজিদ মাহমুদ স্বপন ৩৩ হাজার ৮১৯ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। ভাইস-চেয়ারম্যান পদে মো. তৌহিদ সরকার ও নারী ভাইস-চেয়ারম্যান পদে শাহনাজ পারভীন শিল্পী বিজয়ী হয়েছে।
বেলাব উপজেলায় মোটরসাইকেল প্রতীকে জামান ভূইয়া রিটন ৩০ হাজার ২০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ভাইস-চেয়ারম্যান পদে হুমায়ুন কবির ও নারী ভাইস-চেয়ারম্যান পদে নাজমুন্নাহার আমিনা বিজয়ী হয়েছে।