অতিথির তালিকায় ওমিক্রনের হানা, দাওয়াত পেয়েছেন সালমান!
বলিউডের আবেদনময়ী ডিভা ক্যাটরিনা কাইফ ও ‘উরি—দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ তারকা ভিকি কুশলের বিয়ে এখন বি-টাউনে চর্চার শীর্ষে। যদি এ দুজন বিয়ে সম্পর্কে মুখে কুলুপ এঁটে আছেন, তবু তাঁদের নিয়ে জল্পনার শেষ নেই। পত্রপত্রিকার খবর, ডিসেম্বরে তাঁরা গাঁটছড়া বাঁধছেন আর তাঁদের রাজকীয় বিয়ের অনুষ্ঠান হবে রাজস্থানের জয়পুরে।
ভিকক্যাটের বিয়ে নিয়ে বি-টাউনে আলোচনা চলছে বেশ কিছুদিন ধরে। যদিও ভিকির তুতো বোন বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন, তবু টাইমস অব ইন্ডিয়া বিশেষ প্রতিবেদনে তিন সত্যি করে বলছে, বিয়ে হচ্ছে।
এবার টাইমস অব ইন্ডিয়া ক্যাটরিনা-ভিকির বিয়ের অতিথি তালিকা প্রকাশ করল। এ দৈনিকের দাবি, হুট করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রকোপ বাড়ায় সতর্কতাস্বরূপ এ যুগল তাঁদের অতিথি তালিকা ছোট করেছেন। এরই মধ্যে ঘনিষ্ঠ বন্ধুদের নিমন্ত্রণ করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন আলিয়া ভাট, করণ জোহর, সালমান খান ও কোরিওগ্রাফার বসকো মার্টিস।
তবে ওই বলিউড তারকারা বিয়েতে হাজির হবেন কি না, তা নিশ্চিত করতে পারেনি দৈনিকটি। বসকো যেহেতু ক্যাটরিনার ঘনিষ্ঠ, আশা করা হচ্ছে তিনি সিক্স সেন্সেস রিসোর্টে হাজির হবেন। নির্মাতা-প্রযোজক করণ জোহরের উপস্থিতিও আশা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খানও রয়েছেন অতিথির তালিকায়। কিন্তু তাঁর না যাওয়ার সম্ভাবনা বেশি। অন্য কোনও তারিখে এ যুগলের সঙ্গে দেখা করতে পারেন সালমান। অন্য পত্রিকার খবর, সুপারস্টার শাহরুখ খানকেও নিমন্ত্রণ করা হয়েছে।
এর আগে টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজস্থানের রণথমবোরে টানা তিন দিন, অর্থাৎ ৭, ৮ ও ৯ ডিসেম্বর চলবে রাজকীয় বিয়ের আয়োজন। বিয়ে হবে বিলাসবহুল রিসোর্ট সিক্স সেন্সেসে। তিন দিনের বিশাল আয়োজনে অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করা হয়েছে। রণথমবোরের হোটেলগুলো খুব একটা বড় নয়। সে জন্য এ হোটেল সংখ্যায় আশ্চর্য হওয়ার কিছু নেই।
যা হোক, বিয়ের ভেন্যু থেকে ক্যাটরিনার লেহেঙ্গা কেমন হবে, সেসব খবরও উঠে এসেছে পত্রিকার পাতায়। কিন্তু যাঁদের বিয়ে, তাঁরাই মুখে কুলুপ এঁটে আছেন।
এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। অনেক তারকা যুগলই কোনও ঘোষণা দেননি। কিন্তু গুঞ্জন সত্যি করে নির্দিষ্ট সময়েই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।
এদিকে, ভিকির তুতো বোন উপাসনা বোহরা সাফ বলে দিয়েছেন, বিয়ের খবর গুঞ্জন বৈ আর কিছু নয়। কোনটা সত্য, তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।