অভিনেতা তৌসিফ সেজে নেওয়া হয়েছে টাকা, থানায় পাল্টাপাল্টি জিডি
ছোট পর্দার তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে শনিবার সকালে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শামসুন্নাহার কনা নামের এক গৃহিণী। জিডিতে ওই গৃহিণী দাবি করেন, তৌসিফ মাহবুবের সঙ্গে প্রায় দুই বছর আগে ফেসবুকে তাঁর পরিচয় হয়। এরপর মডেল বানানোর কথা বলে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তৌসিফ।
এমন অভিযোগের পর আজ রোববার ভোরে ‘অভিযোগ মিথ্যা’ উল্লেখ করে রাজধানীর ধানমণ্ডি থানায় ওই গৃহিণীর নামে পাল্টা জিডি করেছেন তৌসিফ মাহবুব। এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম আলী মিয়া। তিনি বলেন, ‘আমরা ভোরে এমন একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
তবে অভিযোগ প্রসঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ রোববার দুপুরে এনটিভি অনলাইনকে বলেন, ‘শনিবার এমন একটি অভিযোগ পেয়েছিলাম। তারপর অভিযোগের সত্যতা জানতে আমরা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সঙ্গে যোগাযোগ করি। তদন্ত শেষে সিআইডি আমাদের জানিয়েছে, ওই গৃহিণী যে আইডি লিংক ও নম্বর দিয়েছিলেন, সেটা অভিনেতা তৌসিফ মাহবুবের নয়। কেউ তৌসিফ পরিচয়ে ভুয়া আইডির মাধ্যমে ওই গৃহিণীর কাছ থেকে টাকা নিয়েছে। অভিনেতা তৌসিফ মাহবুবের বিরুদ্ধে যে অভিযোগ, সেটা ভিত্তিহীন। তবে মূল অপরাধীকে ধরার জন্য আমরা কাজ করছি।’
এ প্রসঙ্গে তরুণ অভিনেতা তৌসিফ মাহবুবের মন্তব্য জানতে একাধিক মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।