অভিনেত্রী ভাবনার ‘গোলাপী জমিন’
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এই পরিচয়ের বাইরেও তাঁর আছে চিত্রশিল্পী, লেখকসহ নানা পরিচয়। চিত্রশিল্পী হিসেবে তার আঁকা ছবি লাখ টাকাতেও বিক্রি হয়েছে।
আর লেখক হিসেবে ‘গুলনেহার’ ও ‘তারা’ নামের দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায়ও তাঁর একটি নতুন উপন্যাস প্রকাশিত হচ্ছে। উপন্যাসটির নাম ‘গোলাপী জমিন’। একইসঙ্গে প্রকাশিত হচ্ছে তাঁর প্রথম কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। বইটিতে মোট ৫০টি কবিতা স্থান পেয়েছে।
এ প্রসঙ্গে ভাবনার ভাষ্য, ‘কবিতা গ্রন্থে তিন বছর আগে লেখা কিছু কবিতা এবং নতুন কিছু কবিতা স্থান পেয়েছে। আমি আমার অনূভূতিগুলো লিখতে চেয়েছি কাব্যের আশ্রয়ে। আশা করছি, পাঠকদের কাছে তা উপভোগ্য হবে। আর উপন্যাসটির গল্পে টুইস্ট আছে, পাঠক পড়লেই বুঝতে পারবেন আশা করি।’
জানা গেছে, মেলার প্রথম দিন থেকে তাম্রলিপি প্রকাশনীর ১৬ নম্বর প্যাভেলিয়ানে পাওয়া যাচ্ছে ভাবনার উপন্যাস ‘গোলাপী জমিন’। আর কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’ পাওয়া যাচ্ছে পাঠক সমাবেশে।