অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’, দেশে মুক্তি নভেম্বরে
আবদুল্লাহ মোহাম্মাদ সাদের চিত্রনাট্য ও পরিচালনায় কান চলচ্চিত্র উৎসব ফেরত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা এবার একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) যাচ্ছে। ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে লড়াই করতে যাচ্ছে সিনেমাটি।
সব ঠিক থাকলে এক সপ্তাহের মধ্যেই সিনেমাটি অনলাইনে অস্কার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে অস্কার বাংলাদেশ সাবমিশন কমিটি।
সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানিয়েছেন, আগামী মাসে (নভেম্বরে) দেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, চরিত্রের নাম রেহানা। বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।