আপাতত জেলে থাকতে হচ্ছে রাজকে
আপাতত জেলেই থাকছেন পর্ন-কাণ্ডে গ্রেপ্তার বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী, বিশিষ্ট ব্যবসায়ী রাজ কুন্দ্র।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, পর্ন-কাণ্ডে নিজের গ্রেপ্তারির বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়েছিলেন রাজ কুন্দ্র এবং তাঁর সহকারী রায়ান থর্প। আজ শনিবার তাঁদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন বম্বে হাইকোর্ট।
বম্বে হাইকোর্ট জানিয়েছেন, সমস্ত নিয়ম মেনেই নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট কোর্ট। তাই এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করতে রাজি নন উচ্চ আদালত।
গত ১৯ জুলাই রাতে মুম্বাই পুলিশ রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করে। সে সময় এক বিবৃতিতে মুম্বাই পুলিশ জানায়, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সাইবার অপরাধ দমন শাখায় পর্ন তৈরি এবং কিছু অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই রাজ কুন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ কুন্দ্রের বিরুদ্ধে অভিযোগ, পর্ন (প্রাপ্তবয়স্ক ছবি) বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে মুঠোফোনে ছড়িয়ে দিতেন। পরে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ মুম্বাইয়ের জুহুতে রাজ ও শিল্পার বাড়িতে অভিযান চালায়।