আরিয়ানকে অপহরণের ছক কষেছিলেন সমীর!
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে অপহরণের পরিকল্পনা করেছিলেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) আঞ্চলিক পরিচালক (মুম্বাই প্রধান) সমীর ওয়াংখেড়ে—এমন দাবি করেছেন খোদ মহারাষ্ট্রের সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী নবাব মালিক।
ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। মন্ত্রী নবাব মালিকের দাবি, ওই ক্রুজ পার্টিতে যাওয়ার জন্য আরিয়ান টিকেট কেনেননি। প্রতীক গাবা ও আমির ফার্নিচারওয়ালা তাঁকে সেখানে নিয়ে যান। এটা ছিল অপহরণ ও মুক্তিপণের বিষয়। মুক্তিপণ দাবির মূল হোতা মোহিত কম্বোজ এবং সমীর ওয়াংখেড়ে তাঁর সহযোগী।
মন্ত্রী নবাব মালিক আরও বলেছেন, ৭ অক্টোবর মোহিত কম্বোজ ও সমীর ওয়াংখেড়ে মুম্বাইয়ের ওশিয়ারা কবরস্থানে দেখা করেছিলেন। এর পর ওয়াংখেড়ে পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর ওপর নজরদারি চলছে।
এক দিন আগে আরিয়ান খানের মাদক মামলার প্রধান তদন্তকারীর দায়িত্ব হারান সমীর ওয়াংখেড়ে। গত শুক্রবার আরিয়ানসহ পাঁচটি হাইপ্রোফাইল মাদক মামলার দায়িত্ব থেকে সরানো হয়েছে বলিউড মাদককাণ্ডে আলোচিত এই কর্মকর্তাকে। এই মামলার দায়িত্ব পেয়েছে এনসিবির দিল্লির বিশেষ টিম; যার প্রধান সঞ্জয় সিং।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। এর পর থেকে নতুন করে আলোচনায় আসেন সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে ঘুষ নিয়ে মামলা মীমাংসা, অর্থের বিনিময়ে সাক্ষী জোগাড়, জাল সার্টিফিকেট জমা দিয়ে চাকরি নেওয়াসহ একাধিক অভিযোগ ওঠে। যার মধ্যে ঘুষ লেনদেনের ব্যাপারে তদন্ত চলছে।
বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গত ২ অক্টোবর আটক করে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এর পর গ্রেপ্তার, রিমান্ড শেষে কারাভোগ। ২৮ দিন কারাভোগের পর ৩০ অক্টোবর ঘরে ফেরেন এ স্টার কিড।