আরিয়ানের সঙ্গে দেখা করতে জেলে শাহরুখ খান
বলিউড সুপারস্টার শাহরুখ খান পুত্র আরিয়ান খানের সঙ্গে দেখা করতে মুম্বাইয়ের আর্থার রোড জেলে গিয়েছিলেন।
টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টিভিসহ একাধিক ভারতীয় গণমাধ্যমের খবর, আজ বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল ৯টায় জেলে পৌঁছান শাহরুখ। সঙ্গে ছিলেন আইনজীবীদের একটি দল; প্রায় ১৫ মিনিট অবস্থানের পর তিনি জেল ত্যাগ করেন।
এ সময় বলিউড সুপারস্টারের গোল-গলা টিশার্ট আর জিন্স পরে ছিলেন, মুখে ছিল কালো মাস্ক ও সানগ্লার্স। খুব সাধারণ একটি গাড়িতে জেল গেটে আসেন বলিউড বাদশাহ। ধারণা করা হচ্ছে, পাঁচ থেকে দশ মিনিট তিনি পুত্র আরিয়ান খানের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছেন।
গতকালও মাদক মামলায় আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেছেন মুম্বাই সেশন কোর্ট। এরইমধ্যে জামিন আবেদনের জন্য মুম্বাইয়ের হাইকোর্টে আপিল করেছেন।
মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই।
মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা।