আলিয়ার গায়ে লাখ টাকার ম্যাক্সি
সিনে তারকাদের সব কিছু নিয়ে ভক্তদের আগ্রহ যেন একটু বেশি। পছন্দের তারকার গাড়ি, বাড়ি, পোশাকসহ সবকিছু যেন নখদর্পণে থাকা চায় তাঁদের।
এই যেমন সম্প্রতি সঞ্জয় লীলা বানসালির অফিসে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে তাঁর পরনে ছিল লাল ম্যাক্সি; যার মাঝে ছিল বেগুনি রঙের ফুলের মোটিফ।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, আলিয়ার এই ম্যাক্সিটি ব্রোরগো দে নর ব্র্যান্ডের। ম্যাক্সিটির বাজারমূল্য দুই হাজার ১৪২ মার্কিন ডলার। তবে বর্তমানে ৪০% ছাড় দিয়ে এটির মূল্য এক হাজার ২৮৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ নয় হাজার টাকার বেশি।
আলিয়া ভাটের সিনেমা মুক্তির তালিকায় আছে ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’ ও ‘ব্রহ্মাস্ত্র’।