আয়ুষ্মানের ফ্লপের দিনে ১০০ কোটির ক্লাবে কার্তিক!
এ বছর নিশ্চিত কার্তিকের সুসময়। তা না হলে অক্ষয় কুমার, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানার মতো তারকাদের সিনেমাকে বক্স অফিসে পেছনে ফেলেন? সেটা করে দেখিয়েছেন কার্তিক আরিয়ান। মুক্তির নবম দিনে বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে সিনেমাটি।
২০ মে মুক্তি পেয়েছে কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ‘ভুল ভুলাইয়া টু’। একই দিনে মুক্তি পায় কঙ্গনা রনৌত অভিনীত অ্যাকশন থ্রিলার ‘ধাকাড়’। তবে বক্স অফিসে কার্তিকের তুফানে উড়ে গেছে কঙ্গনার সিনেমা।
বক্স অফিস ইন্ডিয়ার খবর, গতকাল শনিবারও বক্স অফিসে ভালো সংগ্রহ করেছে কার্তিকের সিনেমা। সংগ্রহ নেট ১১ কোটি রুপি। নয় দিনে এ সিনেমার নেট সংগ্রহ দাঁড়িয়েছে ১০৭ কোটি রুপি এবং নেট ১৫০ কোটি রুপির দিকে ঝুঁকছে এ সিনেমা।
‘ভুল ভুলাইয়া টু’ সিনেমায় কার্তিক আরিয়ান ছাড়াও কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন কিয়ারা আদভানি ও টাবু। ‘ভুল ভুলাইয়া টু’ পরিচালনা করেছেন আনিস বাজমি।
এরই মধ্যে মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘অনিক’। গল্পনির্ভর সিনেমা করে জনপ্রিয়তা পাওয়া আয়ুষ্মানের নতুন এ থ্রিলার বক্স অফিসে সাড়া জাগাতে ব্যর্থ হয়েছে। বক্স অফিস ইন্ডিয়ার খবর, মুক্তির দিন (২৭ মে) এ সিনেমা ভারতে সংগ্রহ করেছিল নেট ১.৭৫ কোটি রুপি। গতকাল শনিবার এ সিনেমার নেট সংগ্রহ মাত্র দুই কোটি রুপি। দুই দিনে এ সিনেমার নেট সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ৩.৭৫ কোটি রুপি।
অনেকেই বলছেন, সিনেমাটি ওটিটি-বান্ধব, প্রেক্ষাগৃহে মুক্তির উপযোগী নয়। তাই বক্স অফিসে ফল এত নিম্নগামী।
বলিউড হাঙ্গামার পূর্বাভাস, অনুভব সিনহা পরিচালিত ‘অনিক’ সিনেমার লাইফটাইম কালেকশন ১৫ কোটি রুপি হতে পারে।