‘উনি আলোচনায় আসার কথা বলেন, নায়িকা হওয়ার আগেই আমার ঘরে ৩ জাতীয় পুরস্কার’
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘীর তোলা সিন্ডিকেট ইস্যুতে নির্মাতা রায়হান রাফি মনে করেন আলোচনায় আসার জন্যই তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। দীঘির অভিযোগ, মৌখিকভাবে ‘চূড়ান্ত’ করেও তাঁকে না জানিয়ে সিনেমা থেকে বাদ দিয়েছেন পরিচালক।
যদিও কোথাও রাফির নাম বলেননি এই নায়িকা। তবে বেশ কয়েকটি গণমাধ্যমের অনুসন্ধানে নাম এসেছে রায়হান রাফির।
রাফির এমন মনে করা প্রসঙ্গে প্রার্থনা ফারদিন দীঘি এনটিভি অনলাইনকে বলেছেন, ‘দেখলাম গণমাধ্যমে উনি বলেছেন আমি আলোচনায় আসতে এমনটা করেছি। আমি কি আলোচনায় আসব..., আমি তো জন্ম থেকে স্টারকিড, উনি আলোচনায় আসার কথা বলেন নায়িকা হওয়ার আগে আমার ঘরে ৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর উনার নাম নিয়ে কে কবে আলোচনায় এসেছে...।’
এই আলাপ দীঘি দীর্ঘ করেছেন এভাবে, ‘প্রথমত আমি স্ট্যাটাসের বাইরে কোন পরিচালকের নাম বলিনি। গণমাধ্যম তাঁদের সূত্র দিয়ে এক পরিচালকের নাম বের করেছে। তিনি এখন আমার নাম উল্লেখ করে বক্তব্য দিচ্ছেন। ওই পরিচালক যে শুধু একটি সিনেমা নিয়ে আমার সঙ্গে এমনটা করেছেন তা নয়, উনি উনার একাধিক প্রজেক্ট নিয়ে আমার সঙ্গে এমন করেছেন। মিটিং করেছেন, ডেট ফাঁকা রাখতে বলেছেন, আমি রেখেছি তারপর সেই সময় কল দিলে তিনি আমার ফোন ধরেন না। মৌখিকভাবে চূড়ান্ত করেছেন তারপর আমাকে সেটি না জানিয়ে বাদ দিয়েছেন। এসবের সব প্রমাণ আমার কাছে আছে। একটা প্রজেক্টে বাদ দিয়েছে সেজন্য আমি কথা বলছি এমন নয়। একই কাজ উনি হয়তো অনেকের সঙ্গে করেছেন। উনি কেন নায়িকা নির্বাচনে প্রতিবার এমন করেন সেটা রহস্যজনক। আমার সাহস আছে বলে আমি কথা বলেছি।’
এই নির্মাতা আপনাকে টিকটক বন্ধ করে অভিনয়ে মনোযোগী হতে বলেছেন। এমন প্রশ্নে দীঘি বলছেন, ‘উনি যদি টিকটক করা নিয়ে প্রশ্ন তোলেন, আমি বলব উনি নিজেও তো টিকটক করেন উনার নায়িকাদের সঙ্গে।’
রায়হান রাফি গণমাধ্যমে বলেছেন আপনি নিজেই নাকি তাঁর সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়ে দীঘি বলছেন, ‘আমি প্রমাণ দিতে পারব উনি নিজে আমার সঙ্গে বসতে চেয়েছেন, উনার অফিসে ডেকেছেন।’
আলফা আই ও চরকি প্রযোজিত নির্মিত হতে যাওয়া ‘সুড়ঙ্গ’ সিনেমায় মৌখিকভাবে চূড়ান্তের পর শেষ মুহূর্তে দীঘিকে বাদ দিয়ে সিনেমাটির পরিচালক রায়হান রাফি তাঁর প্রেমিকা চিত্রনায়িকা তমা মির্জাকে চুক্তিবদ্ধ করিয়েছেন।
এই কারণে প্রার্থনা ফারদিন দীঘি হুট করেই অন্তর্জালে এমন অভিযোগ এনেছেন, সিন্ডিকেটের খেলায় অসুস্থ হয়ে হয়ে পড়েছেন নায়িকা। তাঁকে কাস্ট করার পরেও না জানিয়ে অন্যজনকে নিয়েছেন পরিচালকর। এই খবর জেনেছেন ফেসবুকে, বাদ দেওয়ার বিষয়টি তাঁকে জানানোর প্রয়োজনও মনে করেননি নির্মাতা।