‘ঋণে’ আটকে আছে জোভান-তিশার বিয়ে!
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। থাকছে বিশেষ নাটক ‘ঋণ’।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা জুটি বেঁধেছেন এনটিভির ভালোবাসা দিবসের এই নাটকে। আরও অভিনয় করেছেন শহীদুল্লাহ সবুজ, পঙ্কজ মজুমদার ও রাঙামাটির স্থানীয় আদিবাসী শিল্পীরা। নাটকটির পুরো দৃশ্য ধারণ হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের ভূমি রাঙামাটিতে।
আগামী ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় নাটকটি প্রচার হবে এনটিভিতে। পরবর্তী সময়ে দেখা যাবে এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে।
সাজিন আহমেদ বাবু ও তুহিন হোসেনের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপচারিতায় পরিচালক তুহিন হোসেন জানিয়েছেন, ‘গল্পটি বাস্তব রোমান্টিক ঘরানার। যেহেতু আমরা পুরো শুট রাঙামাটিতে করেছি; দর্শক ভিন্ন লোকশনে দেখবে। সেই সঙ্গে দারুণ এক গল্প উপভোগ করবেন, সেটা নিশ্চিত করছি।’
নাটকের গল্পে ফাহিম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জোভানকে। রাঙামাটিতে শৈশব কাটালেও বড় হয়েছেন লন্ডনে মামার কাছে। রাঙামাটির অনেকেই তাঁর ফেসবুক ফ্রেন্ড, তাঁদের সাথে কথাবার্তা হয় কমবেশি। এমনি একজন ফেসবুক বন্ধু নিতু। এই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। একসময় বাবার কবর জিয়ারত আর শৈশবের রাঙামাটির মাটির গন্ধ নিতে দেশে আসে ফাহিম। ফেসবুকে চেক ইন ও ছবি আপলোড করলে নিতু নক করে ফাহিমকে। সেই নক গড়ায় প্রেমে; কিন্তু বিয়েতে বাধ সাধে নিতুর মামার ঋণ। সেটা কীভাবে, বাকি গল্প জানতে চোখ রাখতে হবে এনটিভির পর্দায়।