এই টপিকও ধীরে ধীরে পরিষ্কার হবে : বুবলী
গেল বছরের ফেব্রুয়ারি থেকে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী ‘উধাও’। এ সময়ে নানা গুঞ্জন ডালপালা মেলেছে, অথচ সশরীরে দেখা মেলেনি বুবলীর। হঠাৎই বছরের শুরুতে নতুন করে আলোচনায় তিনি। খুব দ্রুত কাজে ফিরছেন বুবলী এবং আড়ালে থাকার কারণ গণমাধ্যমকে জানাবেন, এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে এনটিভি অনলাইন এমন খবর প্রকাশ করেছিল ২ জানুয়ারি। পূর্বনির্ধারিত ক্ষণ অনুযায়ী, আজ দুপুর ৩টায় এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলেছেন বুবলী।
নির্ধারিত সময়ের দুমিনিট আগে বুবলীর খুদে বার্তা, ‘কেমন আছ?’ এ প্রশ্নের উত্তর সরাসরি ফোনালাপে দেওয়া হলো। এরপর জানতে চাওয়া, কোথায় আছেন? দূরালাপে উত্তর, ‘বাসায়... উত্তরায়।’ এরপর বুবলীর সঙ্গে চলল দীর্ঘ আলাপ।
এনটিভি অনলাইন : হঠাৎ ঠিক কী এমন হলো, ‘উধাও’ বুবলীর নিজে থেকে গণমাধ্যমে কথা বলার প্রয়োজন পড়ল?
শবনম বুবলী : না, না; কথা বলার প্রয়োজন… আসলে তা নয়। যেহেতু কাজের মধ্যে ছিলাম না, করোনার কারণে এমনিতেই কাজ হচ্ছে না, কিছু কিছু কাজ হচ্ছে। যখন গণমাধ্যমকর্মীরা যোগাযোগ করছিল, তখন নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছি সবাইকে। কারণ, আছে না... দায়বদ্ধতার জায়গা থেকে... কমিউনিকেশন গ্যাপ... সবাই যখন খোঁজখবর নিচ্ছিল আমি ঠিক আছি কি না, কোনো প্রবলেম হচ্ছে কি না—সেই জায়গা থেকে আমার মনে হলো, আমি সেফ আছি, ভালো আছি; এটা জানানো দরকার।
এনটিভি অনলাইন : শুনলাম, আমেরিকায় গিয়েছিলেন পড়াশোনা করতে...
শবনম বুবলী : পড়াশোনা বলতে কি... মানে, গত বছরের দিকে আমার একটা প্ল্যানিং ছিল... কিছু কোর্সের ব্যাপারে কথা হচ্ছিল। কবে যাব, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। যেহেতু কাজের একটা ব্রেক ছিল, আর নিজেকে একটু সময় দেওয়া... এমন না যে পড়াশোনার জন্য সময় বের করে যাওয়া, তা নয়।
এনটিভি অনলাইন : কোন বিশ্ববিদ্যালয়, কী কোর্স?
শবনম বুবলী : ফিল্ম নিয়ে কোর্স করেছি। নিউইয়র্কে... নিউইয়র্ক ফিল্ম একাডেমিতে।
এনটিভি অনলাইন : গণমাধ্যমে বলেছেন, ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আপনার। সেই ঘনিষ্ঠজনের তালিকায় আপনার সর্বাধিক সিনেমার নায়ক ছিলেন কি?
শবনম বুবলী : আমি বলিনি সব সময় বা প্রতিনিয়ত যোগাযোগ ছিল। আমি বলেছি, যেহেতু অনেকেই খোঁজখবর নিচ্ছিল, অনেক দিন ধরে কাজ করছি এই মাধ্যমটিতে, যারা যোগাযোগ করছিল... ব্যক্তিগত বা কাজের জায়গায় যারা যোগাযোগ করছিল... যারা একটু বেশি টেনশন করছিল, তাদের সঙ্গে টুকটাক যোগাযোগ ছিল। আর মিডিয়াতে ঘনিষ্ঠজন ওভাবে থাকে না। কেউ একজন বেশি পরিচিত থাকে, কেউ একজন অল্প পরিচিত থাকে; এটাই। আর যারা বেশি পরিচিত ছিল, বেশি খোঁজখবর নিত, তাদের সঙ্গে হাই-হ্যালো ছিল।
এনটিভি অনলাইন : সেই হিসেবে তো আপনার সর্বাধিক সিনেমার নায়ক শাকিব খান বেশি পরিচিত বা ঘনিষ্ঠ। উনি আপনার খোঁজ নিতেন বা আপনার সঙ্গে যোগাযোগ ছিল উনার?
শবনম বুবলী : হ্যাঁ, উনি আসলে খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন।
এনটিভি অনলাইন : নিয়মিত যোগাযোগ ছিল?
শবনম বুবলী : আমি বললাম না, নিয়মিত আসলে কারো সঙ্গে যোগাযোগ ছিল না। কেউ খোঁজ নিলে আমি উত্তর দিয়েছি। সে রকমভাবে উনিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন।
এনটিভি অনলাইন : আপনি যখন আড়ালে ছিলেন, তখন আপনার মা হওয়ার গুঞ্জন উঠেছিল। আপনি নিজেই এই গুঞ্জন উসকে দিয়েছেন বলে মনে করেন কি? এই যেমন, ‘বীর’ সিনেমার একটি গানের শুটিং করেছিলেন গোপনীয়তায়। পোশাক নিয়ে কথা উঠেছিল। তারপর উধাও হলেও সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। সেখানেও তো গুঞ্জন নিয়ে মুখ খুলতে পারতেন।
শবনম বুবলী : আমি সামাজিক মাধ্যমে কখনো অতটা রেগুলার ছিলাম না। মাঝেমধ্যে ছবি আপলোড করতাম। কখনো অ্যাডমিন দ্বারা বা আমি নিজেও করতাম। তো যেটা হয়েছে, এই গুঞ্জন, এই গুজব সব সময় আমার শুরু থেকেই আছে। প্রেম, বিয়ে, সন্তান—এই জায়গাগুলো হয় কি, এই জায়গাটা এতটাই সেনসেটিভ; আমি এর আগেও বলেছি, এগুলো নিয়ে আসলে হুটহাট করে... আমরা যারা মিডিয়াতে কাজ করি, এমন না আমাদের ব্যক্তিগত মিডিয়া এটা, আমাদের কাজের মিডিয়া। এমন হওয়া উচিত না, আমি একটা কাজ করছি, কিন্তু সবাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছে। আমার মনে হয়, কাজ নিয়ে ভাবা উচিত। আর এই যে ওড়না দেওয়া না দেওয়া... হয় কি, আমি যদি ওই রকম লুকোচুরি করতাম বা ওই রকম কিছু করলে আমি নিজেও শুটিং করতাম না। আমি তখন থেকেই উধাও হয়ে যেতাম। কিন্তু আমি আমার কমিটমেন্টের জায়গা থেকে শুটিং শেষ করেছি। আর গুজব-গুঞ্জন—এসব সময়ের সঙ্গে সঙ্গে ক্লিয়ার হবে। আগে যেমন শাকিব খানের বাইরে কেন কাজ করছি না; তখন বলতাম, ভালো প্রজেক্ট পেলে কাজ করব। একটু সময় লেগেছে। এখন আমি কিছু কাজ করছি অন্য নায়কের সঙ্গে। তো, এই টপিকও ধীরে ধীরে সময়ের সঙ্গে সবার কাছে পরিষ্কার হবে।
এনটিভি অনলাইন : আপনি চাইলে আগেই সন্তানের মা হওয়ার গুঞ্জন বাড়তে না দিয়ে পরিষ্কার করে দিতে পারতেন কি?
শবনম বুবলী : আমি আসলে কেন কোনো কথা বলিনি? আমার কাছে মনে হয় কি, একটা মেয়ের কাছে এই ব্যাপারগুলো স্পর্শকাতর। আমি কি জনে-জনে বলে বেড়াব, আমি... এ বিষয়ে কথা বলাটা বিব্রতকর... এটা নিয়ে কী বলব... সমস্ত ঘটনা রটনার তো একটা সৌন্দর্য আছে। এত নোংরাভাবে এটা না এনে সময়ের সঙ্গে সুন্দরভাবে...
এনটিভি অনলাইন : আপনাকে নিয়ে ঘুরেফিরে একজনের সঙ্গে প্রেমের গুঞ্জন। তা প্রেমিকা হিসেবে আপনি কেমন?
শবনম বুবলী : আল্লাহ, এ কী প্রশ্ন! (দীর্ঘ হাসি)। প্রেমিকা হিসেবে কেমন, সেটা তো আমি বলতে পারব না... আমার দর্শকেরা যখন পর্দায় আমাকে প্রেমিকা হিসেবে দেখে, তারাই ভালো বলতে পারবে।
এনটিভি অনলাইন : আমি আপনার বাস্তব জীবনের কথা বলছিলাম। সেখানে আপনি কেমন প্রেমিকা?
শবনম বুবলী : আমি অনেক বেশি ইমোশনাল আর অনেক বেশি প্র্যাকটিক্যালও। স্ট্রেইট ফরওয়ার্ড... আমার যখন মনে হবে, কাজটা অন্যায়...
এনটিভি অনলাইন : আপনি অনেক দিন পর গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। এরপর অনেকেই মনে করছেন, শাকিব খান আপনাকে যেটা বলতে বলছেন, আপনি সেটাই বলছেন বা সত্য লুকাচ্ছেন। এ প্রসঙ্গে আপনার বক্তব্য কী?
শবনম বুবলী : (ফের হাসি) ও মাই গড... আমি যা-ই বলব, যেভাবে বলব, গুজব-গুঞ্জন এগুলো কোনোদিন শেষ হবে না। যেহেতু ফিল্মে কাজ করি, নায়িকা... গুজব-গুঞ্জন শেষ হবে না। আমি কথা বললেও গুজব-গুঞ্জন, না বললেও সেটা নিয়ে অনেকেই অনেক কিছু বলত।
এনটিভি অনলাইন : আপনি কাজে ফিরছেন। তা শুটিং সেটে কবে আসব দেখা করতে?
শবনম বুবলী : ইনশা আল্লাহ। কাজ (শুট) থাকলে এখনই সরাসরি কথা বলতে পারতাম। করোনার জন্য ঝামেলা... বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। খুব শিগগিরই সবার সঙ্গে দেখা হবে।
এনটিভি অনলাইন : নতুন সিনেমার জন্য না কি পারিশ্রমিক বাড়িয়েছেন? সংশ্লিষ্টরা বলছেন, ঢাকাই চলচ্চিত্রের বেহাল দশা। তার ওপর করোনা মহামারি। এসবের মধ্যে পারিশ্রমিক বাড়ানোর কী হেতু?
শবনম বুবলী : আমি কিন্তু পারিশ্রমিক বাড়াইনি। অন্য ছবিগুলোতে আমি এর কাছাকাছি পারিশ্রমিক নিতাম (নির্মাতা সৈকত নাসিরের ‘ক্যাশ’ সিনেমার জন্য ১০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছিলেন)। যেটা আমাদের এখানে ওভাবে বিস্তারিত বলা হয় না। আমি পরিস্থিতি বুঝতে পারছি... যে সিনেমার কথা বলছেন, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আসলে ব্যাটে-বলে মেলেনি, তাই হয়নি।
দীর্ঘ আলাপ আর মুঠোফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসা বুবলীর হাসির শব্দ শুনে এটা অন্তত বলা যায়, সাড়ে নয় মাসের আড়াল ভেঙে ফিরে বেশ ফুরফুরে আছেন নায়িকা। সৌন্দর্য আর মিষ্টি হাসি দিয়ে নতুন বছরে শুটিং সেট ঝলমলে করবেন, রুপালি পর্দায় ঝড় তুলবেন, সে প্রত্যয় পাওয়া গেল তাঁর কণ্ঠে। আর বুবলীভক্তরাও নায়িকাকে বড় পর্দায় দেখার জন্য উন্মুখ। বিনোদন অঙ্গনে শিল্পী ও গুঞ্জন যখন হাত ধরাধরি করে চলে, তখন নতুন বার্তা তো আসবেই। সেই বার্তার অপেক্ষায় বুবলীর অনুগামীরা।