একসঙ্গে থাকছেন তৌসিফ ও কেয়া পায়েলের পরিবার!
একসঙ্গে বসবাস শুরু করেছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েলের পরিবার। একসঙ্গে বসবাস বলতে একই ভবনে নয়, একই বাসায় থাকায় থাকছেন দুই পরিবারের সদস্যরা।
কিন্তু কেন? এই প্রশ্ন যাঁদের মনে জেগেছে তাঁদের জন্য উত্তর, এই ঘটনা বাস্তবে নয়; এনটিভির ধারাবাহিক নাটক ‘জয়েন্ট ফ্যামিলি’তে এমন গল্প দেখানো হয়েছে।
দীর্ঘ ধারাবাহিক নাটকটির ২০ পর্ব প্রচারিত হয়েছে আজ। সেখানে দেখা গেছে দুই পরিবারের সম্মতি বিয়ের পিঁড়িতে বসেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। কিন্তু এই বিয়ে সাধারণ কোনো বিয়ে নয়, বিয়েতে ভাঙ্গা হয়েছে সামাজিক নিয়ম। সেটা কেমন?
সামাজিক প্রথা ভেঙ্গে বিয়ের পর দুই পরিবারের সদস্যরা একই বাসায় একসঙ্গে বসবাস শুরু করেছেন। আর এমন সিদ্ধান্তে আসতে দুই পরিবারকে যেসব বাধা মোকাবেলা হয়েছে সেটা দেখানো হয়েছে প্রথম পর্ব থেকে ১৯ পর্ব পর্যন্ত।
মজুমদার শিমুল ও গোলাম সারোয়ার অনিকের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। নাটকটির গল্প প্রসঙ্গে এনটিভি অনলাইনে তিনি বলেন, ‘ধারাবাহিকটিতে প্রথা ভেঙ্গে বিয়ের পর দুটি পরিবারকে একসঙ্গে থাকার গল্প দেখানো হয়েছে। এতদিন আমরা সেই দুই পরিবারকে রাজি করানোর গল্প দেখিয়েছি। বাকী পর্বে দর্শক দেখবেন বিভিন্ন খুনসুটিতে দুই পরিবার কীভাবে একসঙ্গে মিলেমিশে বসবাস করে সেটা।’
কেমন সাড়া পাচ্ছেন এমন প্রশ্নে পরিচালক রাফাত মজুমদার রিংকু উত্তর, ‘গ্রামের বয়স্ক মানুষ নাটকটি দেখে আমাকে যেমন ফোন করেছেন দেশের বাইরে থাকা অনেকেই ফোন করছেন। তাঁদের এই গল্পের কনসেপ্ট ভালো লেগেছে। দিন শেষে পারিবারিক গল্পই মানুষ পছন্দ করে এটা তাঁর প্রমাণ।’
তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল ছাড়াও ধারাবাহিকটিতে অভিনয় করছেন দিলারা জামান, মনিরা মিঠু, শহীদুল আলম সাচ্চু, আব্দুল্লাহ রানা, সুষমা সরকার, নাফিজা মেঘলা, শাহেদ আলী সুজন, ফরহাদ লিমন, শাহবাজ সানী, অরিত্রা, হানিফ পালোয়ান প্রমুখ।
প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত ৮টা ২০ মিনিটে এনটিভিতে প্রচারিত তারকাবহুল ধারাবাহিকটি। পরবর্তীতে দেখা যায় ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে।