একের ভেতর ছয়, দীপিকার ডিজিটাল ড্যান্স ভাইরাল!
এশিয়ার অন্যতম আবেদনময়ী তিনি। তাঁর নাচে মাতোয়ারা হবে অন্তর্জাল, এ তো স্বাভাবিক। এবারও ব্যতিক্রম হলো না। কিন্তু মনে হচ্ছে, দীপিকা পাড়ুকোনের এমন নাচ অনুরাগীরা এর আগে কখনো দেখেননি।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সম্প্রতি অন্তর্জালে একটি ভিডিও পোস্ট করেছেন দীপিকা, সেখানে দর্শক দেখছেন অপর ছয় দীপিকাকে। যেন দীপিকা তাঁর অন্য সত্তাকে হাজির করেছেন ভক্তদের সামনে। আর এ ভিডিও করা হয়েছে ডিজিটাল এডিটিংয়ের মাধ্যমে।
ভিডিওতে দেখা যাচ্ছে, দীপিকার পরনে হলুদ ক্রপ জ্যাকেট, তাতে গোলাপি টপ জড়ানো। প্যান্টও গোলাপি। দীপিকা ক্যাপশন জুড়েছেন, ‘আমি... এবং আমার সব বিকল্প সত্তা!’
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন সেই ভিডিও ট্রেন্ডিং। ভক্তরা দীপিকার ডিজিটাল ড্যান্সে মুগ্ধ। প্রশংসা করতে ভোলেননি তাঁর স্বামী রণবীর সিং। অনেক তারকাই আগুনের ইমোজি দিয়ে সেই নাচ বরণ করেছেন।
দীপিকা পাড়ুকোনকে আগামীতে কবির সিং পরিচালিত স্পোর্টস ড্রামা ‘৮৩’-তে দেখা যাবে। এতে অভিনয় করেছেন রণবীর সিং, যাকে বিশ্বকাপজয়ী ক্রিকেটার কপিল দেবের ভূমিকায় দেখা যাবে আর দীপিকাকে দেখা যাবে তাঁর স্ত্রী রুমি ভাটিয়ার ভূমিকায়। গত বছরই এ সিনেমা মুক্তির কথা ছিল, কিন্তু করোনা মহামারির কারণে মুক্তি পায়নি। শোনা যাচ্ছে, জুনে মুক্তি পেতে পারে সিনেমাটি।
দীপিকার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে শকুন বাত্রার নাম ঠিক না হওয়া একটি সিনেমা, তাতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদি ও অনন্যা পান্ডেকেও। নাগ অশ্বিনের একটি সিনেমায় প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। শাহরুখ খানের ‘পাঠান’, হৃতিক রোশনের ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া পত্রপত্রিকার খবর, ‘মহাভারত’ ও ‘থ্রিডি রামায়ণ’ সিনেমায় দেখা যাবে এ অভিনেত্রীকে।