এক কোটি ৬৫ লাখ টাকার গাড়ি কিনলেন শিল্পা শেঠি
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্র নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন। কালো রঙের এই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের এই গাড়িতে মুম্বাইয়ের রাস্তায় এ দম্পতিকে দেখা গেছে। সে সময় পাপারাজ্জিরা তাঁদের ছবি তোলেন এবং দৃশ্য ধারণ করেন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকমের খবর, মুম্বাইয়ের বোরলি এলাকার জনপ্রিয় একটি রেস্তোরাঁয় পরিবারের সদস্যসহ দেখা মেলে শিল্পা শেঠির।
ভারতে কালো রঙের ওই মার্সিডিস-বেনজ-ভি ক্লাসের গাড়ির দাম ৭১.১০ লাখ রুপি থেকে এক কোটি ৪৬ লাখ রুপি। শিল্পার গাড়ির দাম ১.৪৬ কোটি রুপি, বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ এক কোটি ৬৫ লাখ টাকার বেশি। গাড়িতে আটজন বসার সক্ষমতা রয়েছে।
মুম্বাইয়ে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্র একটি নতুন রেস্তোরাঁ খুলেছেন। এ যুগলের বহু যৌথ ব্যবসা রয়েছে এবং বহু প্রতিনিধিত্বশীল ব্র্যান্ডের সঙ্গে যুক্ত তাঁরা। তাঁদের দুই সন্তান—ভিয়ান রাজ কুন্দ্র ও সামিশা কুন্দ্র। সম্প্রতি টিভি তারকা নিয়া শর্মাও একটি নতুন গাড়ি কিনেছেন।